অনলাইন ডেস্ক, ১৫ ডিসেম্বর।। চলতি বছর শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। কিন্তু চলতি বছরে দেশের তরুণ প্রজন্মের কাছে কোনও সুখবর নেই। দেশে বেকারত্ব হার ক্রমশই বাড়ছে। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি বা সিএমআইই-র রিপোর্ট বলছে, ১৩ ডিসেম্বর পর্যন্ত দেশে বেকারত্বের হার ১০ শতাংশের গন্ডিতে পৌঁছে গিয়েছে।
যা গত ছয় মাসের মধ্যে সবচেয়ে বেশি। বেশ কয়েক মাস ধরেই দেশে বেকারত্বের হার ৬ থেকে ৮ শতাংশের মধ্যেই ঘোরাফেরা করছিল। ডিসেম্বরের প্রথমে এই হার ১০ শতাংশের গণ্ডি ছুঁয়ে ফেলল। এই পরিসংখ্যান দেশের তরুণ প্রজন্মের মধ্যে আতঙ্ক ও ভীতি তৈরি করেছে। উল্লেখ্য, প্রথম ত্রৈমাসিকের পর দ্বিতীয় ত্রৈমাসিকেও তীব্র মন্দার মধ্যে পড়েছে দেশের অর্থনীতি।
তার সঙ্গে বেড়েছে বেকারত্বের হার। সিএমআইই-র সমীক্ষার রিপোর্ট থেকে জানা গিয়েছে, ডিসেম্বরের ১৩ তারিখ পর্যন্ত শহরে বেকারত্বের হার ১১.৬ শতাংশের বেশি। মাসের শুরুতে যা ছিল ৮.১৫ শতাংশ। অন্যদিকে গ্রামীণ ভারতে বেকারত্বের হার ৯.১১ শতাংশের মত। গত সপ্তাহে এই হার ছিল ৮.৫৬ শতাংশ। জুন মাসের পর থেকে এই প্রথম রেকর্ড পরিমাণ বেকারত্বের হারে পৌঁছল দেশ।
অর্থনীতিবিদদের ধারণা, করোনাজনিত লকডাউন এবং মন্দার কারণেই দেশে বেকারত্বের হার ক্রমশই বাড়ছে। সিএমআইই-র সমীক্ষা থেকে জানা গিয়েছে, ১৪ জুন পর্যন্ত গোটা দেশের সামগ্রিক বেকারত্বের হার ছিল ১১.৬৩ শতাংশ। শহরে বেকারত্বের হার ছিল ১৩.১ শতাংশ। অন্যদিকে গ্রামীণ এলাকায় বেকারত্বের হার ছিল ১০.৯১ শতাংশ।
ওই রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে, চলতি মাসে বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকদের কাজে যোগদানের হার বেশ কিছুটা বেড়েছে। অর্থনীতিবিদরা মনে করছেন, আগামী বছরের শুরু থেকেই দেশের চলতি আর্থিক পরিস্থিতির চিত্রটা বদলাতে শুরু করবে। এরই মধ্যে যদি করোনার টিকা এসে যায় তাহলে পরিস্থিতির দ্রুত উন্নতি হবে।