কৃষকদের সমর্থনে অনশনে বসার হুমকি আন্না হাজারের

অনলাইন ডেস্ক, ১৫ ডিসেম্বর।। তিন কৃষি আইন বাতিলের দাবিতে ২০ দিন ধরে বিক্ষোভ আন্দোলন করে চলেছেন কৃষকরা। এবার আন্দোলনরত কৃষকদের পাশে এসে দাঁড়ালেন বিশিষ্ট সমাজকর্মী আন্না হাজারে।

এই প্রবীণ সমাজকর্মী মঙ্গলবার জানালেন, কৃষকদের দাবির সমর্থনে তিনি অনশনে বসবেন। আন্নার এই হুমকিতে নিশ্চিতভাবেই কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের উপর চাপ বেশ কিছুটা বাড়ল।কৃষকদের চলতি সমস্যা দ্রুত মেটানোর জন্য ইতিমধ্যেই আন্না কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরকে একটি চিঠি দিয়েছেন।

কৃষক আন্দোলন নিয়ে ইতিমধ্যেই ঘরে-বাইরে প্রবল চাপে পড়েছে মোদি সরকার। ইতিমধ্যেই দুই শরিক এই আইনের প্রতিবাদে এনডিএ ছেড়েছে। হরিয়ানায় অন্যতম শরিক দল জেজেপি ইতিমধ্যেই রাজ্যের জোট সরকার থেকে বেরিয়ে আসার হুমকি দিয়েছে। পঞ্জাব ও হরিয়ানার একাধিক সাংসদ এবং বিধায়ক আইন প্রত্যাহারের আর্জি জানিয়েছেন।

এই অবস্থায় আন্না হাজারে ময়দানের নামায় তা কেন্দ্রের ওপর আরও চাপ বাড়াবে বলেই রাজনৈতিক মহল মনে করছে। এর আগে দুর্নীতি দমনের জন্য আন্না হাজারে দীর্ঘদিন অনশন চালিয়ে ছিলেন। সে সময় প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। আন্না ছাড়াও ইতিমধ্যেই দেশের একাধিক রাজনৈতিক দল, সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গও অবিলম্বে কৃষকদের সমস্যা মেটাতে মোদি সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন।

অন্যদিকে সরকারের পক্ষ থেকে এই তিন আইন বাতিল করা হবে এমন ইঙ্গিত মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত মেলেনি। বরং কৃষিমন্ত্রী তোমর পাল্টা বলেছেন, কৃষকরা এই আন্দোলন করছেন না। আন্দোলন করছেন মোদি বিরোধী একশ্রেণীর মানুষ। এর আগে কৃষকদের সমর্থনে প্রতিকী অনশনে যোগ দেওয়ার কথা বলেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

কেজরিওয়ালের কড়া সমালোচনা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। কেজরিওয়ালের অনশনের হুমকিকে প্রকাশ ‘নাটক’ বলে কটাক্ষ করেন। কৃষিমন্ত্রীকে লেখা চিঠিতে আন্না উদ্ভূত সমস্যা অবিলম্বে সমাধানের জন্য উদ্যোগী হতে অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, যদি এই সমস্যা দ্রুত মেটান না হয় তবে কৃষকদের পাশে থাকতে তিনি অনশন কর্মসূচি পালন করবেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?