আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মিলছে না ন্যূনতম ঔষধ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ ডিসেম্বর।। রাজধানীর অদূরে অবস্থিত আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় ঔষধ না মেলায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে রোগীসহ আত্মীয়স্বজনদের মধ্যে৷ অভিযোগ হাসপাতালে জ্বরের ট্যাবলেট সহ জরুরী স্যালাইন এমনকি তোলা ব্যান্ডেজ পর্যন্ত পাওয়া যাচ্ছে না৷

হাসপাতালে বিভাগীয় দায়িত্বপ্রাপ্তদের এ ব্যাপারে বরাবর জিজ্ঞেস করা হলে তারা কোনো সদুত্তর দিচ্ছে না৷ওষুধ-পত্র কেন নেই ?-এ ব্যাপারে জিজ্ঞেস করলে রোগীদের উল্টো রোগীদের নানান গালিগালাজ শুনতে হচ্ছে৷ এসমস্ত ঘটনাবলির পরিপ্রেক্ষিতে রীতিমতো অতিষ্ঠ হাসপাতালের দায়িত্বপ্রাপ্তদের অনেকেই৷

সূত্রে জানা গেছে স্বাস্থ্য কেন্দ্র তথা হাসপাতাল থেকে বিভিন্ন জরুরি সামগ্রী যেমন ঔষধপত্র তুলা ব্যান্ডেজ ইত্যাদি একাংশ কর্মচারী চুরি করে নিয়ে যাচ্ছে৷ এ কারণেই এই পরিণতি৷ গত কয়েক বছর ধরে চলছে এই অবস্থা৷ এই সমস্ত গুরুত্বপূর্ণ ওষুধপত্র কারা চুরি করছে সে ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল রয়েছে হাসপাতালে স্বাস্থ্য কর্মচারীরা৷ হাসপাতালে ঢোকা মাত্রই এ ব্যাপারে গুঞ্জন শোনা যায়৷

জানা গেছে এই সমস্ত ব্যাপারকে ঘিরে বরাবর বিব্রত হতে হয়েছে স্বাস্থ্য কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত ডাক্তার চিন্ময় রায়কে৷ জানা গেছে ডাক্তারবাবুর বক্তব্য ওষুধপত্র সবকিছু ঠিকঠাক আসে৷ তবে স্বাস্থ্যকেন্দ্রটিতে যেহেতু রোগীদের চাপ অনেক বেশি তাই হয়তো ওষুধপত্রে সামাল দেওয়া যাচ্ছে না৷ জানা গেছে স্বাস্থ্য কেন্দ্রটির অন্যান্য কিছু অসুবিধা রয়েছে৷

স্বাস্থ্য কেন্দ্রটিতে রোগীদের নিরাপত্তার বিষয়টিও শিকেয় উঠেছে৷ জানা গেছে বিকেলের পর থেকে স্থানীয় বাজারে উঠতি মাফিয়াদের আড্ডা জমে যাচ্ছে৷ সেখানে স্থানীয় এলাকার কিছু সমাজবিরোধী মদের আড্ডা বসায়৷ মাঝেমধ্যে স্থানীয় এলাকাতে তারা উৎপাত শুরু করে৷ কিছুদিন আগে রাজনৈতিক সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে রোগীদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে৷

এসমস্ত ঘটনাবলির পরিপ্রেক্ষিতে অবশ্য স্থানীয় কিছু ব্যবসায়ীদের তরফে স্বাস্থ্যকেন্দ্র তথা হাসপাতাল এলাকায় স্থায়ীভাবে পুলিশি  নিরাপত্তার দাবি জানানো হয়েছে৷ এদিকে একই ব্যাপারে বিশেষ করে স্বাস্থ্যকেন্দ্রটির ওষুধপত্র সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য দপ্তর যাতে সুদৃষ্টি দেয় তারও দাবি উঠেছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?