স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ ডিসেম্বর আগামী ২৫ ডিসেম্বর প্রভু যীশু খ্রীষ্টের পূর্ণ জন্মদিন। এই উপলক্ষে মরিয়মনগর চার্চকে ঘিরে প্রতিবছর বিশাল মেলার আয়োজন করা হয়। প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়। সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই মেলায় অংশ নেন। কিন্তু এই বছর কোভিড পরিস্থিতি যেহেতু এখনও নিয়ন্ত্রণে আসেনি এবং টিকা চালু হয়নি সেজন্য অন্যান্য মেলার মতো সিদ্ধান্ত নেওয়া হয় এবছর মরিয়মনগরে কোন মেলা অনুষ্ঠিত হবে না।
অনুষ্ঠিত হবে না সাংস্কৃতিক অনুষ্ঠান। ঘরে বসেই সেদিনের আনন্দ সকলের সঙ্গে উপভোগ করার আহ্বান জানান মরিয়মনগরের ফাদার। ২৫ ডিসেম্বর সকাল দশটা থেকে শুরু হবে প্রার্থনা।সকাল দশটায় মরিয়মনগর চার্জ কেক কাটবেন বিধায়ক রতন চক্রবর্তী। সন্ধ্যা ৬ টা পর্যন্ত চার্চ খোলা থাকবে। ৫০ জনের বেশী চার্চ প্রবেশ করতে পারবে না। বাইরে থাকবে ৫০ জন। এর বেশী লোককে ভিড় করতে দেওয়া হবে না। মরিয়ম নগর চার্চে বৈঠক শেষে এমনটা জানা যায়।