অনলাইন ডেস্ক, ১৫ ডিসেম্বর।। বলিউড অভিনেতা অক্ষয় কুমার। বন্ধু প্রযোজিত ছবিতে অভিনয় করবেন বলে পারিশ্রমিক কমালেন তিনি। যদিও সেই অর্থের পরিমাণ শুনলেও চোখ কপালে উঠবে।
বন্ধু সাজিদ নাদিয়াদ ওয়ালার ‘বচ্চন পাণ্ডে’ ছবির জন্য তিনি মাত্র ৯৯ কোটি টাকা নেবেন বলে জানিয়েছেন। তবে ১০-২০ কোটি টাকা কম করা তো কম নয়। খবরে বলা হয়, এই ছবির আরো এক অভিনেতা আরশাদ ওয়ারসি ৪ কোটি টাকা চেয়েছিলেন।
কিন্তু এখানেও সাজিদ বাজিমাত করেছেন। তিনি অভিনেতাকে বুঝিয়েছেন। আরশাদ বুঝেওছেন। শেষ পর্যন্ত আড়াই কোটি টাকাতে আরশাদ রাজি হয়েছেন বলে জানা যায়।