অনলাইন ডেস্ক, ১৫ ডিসেম্বর।। জুয়া খেলতে গিয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে স্ত্রীকেই বাজি রাখলেন এক ব্যক্তি। বাজির শর্ত ছিল, জুয়ায় হারলে স্ত্রীকে তুলে দিতে হবে বন্ধুদের হাতে। বন্ধুরা ওই যুবকের তরুণী স্ত্রীকে গণধর্ষণ করবে, তিনি বাধা দিতে পারবেন না।
শেষ পর্যন্ত ওই ব্যক্তি জুয়ায় হেরে যান। এরপরই শর্ত মেনে নিজের তরুণী স্ত্রীকে বন্ধুদের হাতে তুলে দেন তিনি। কিন্তু বেঁকে বসেন স্ত্রী। স্বামীর বন্ধুদের সঙ্গে একই বিছানায় শুতে প্রবল আপত্তি জানান তিনি।
শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। এ অবস্থায় স্ত্রীকে সবক শেখাতে তার গায় অ্যাসিড ঢেলে দেন ওই ব্যক্তি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিহারের ভাগলপুর জেলার মোজাহিপুর থানার অন্তর্গত এক গ্রামে। কীর্তিমান এই স্বামীর নাম সোনু হরিজন। পুলিশ সোনুকে গ্রেফতার করেছে। জেরায় পুলিশকে সোনু জানিয়েছে, স্ত্রীকে শুদ্ধ করতেই নাকি সে তার গায়ে অ্যাসিড ঢেলেছে।
মোজাহিপুর থানার পুলিশ অফিসার রাজেশ কুমার ঝা জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় সোনুর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। ওই এফআইআরের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছেন তাঁরা। একই সঙ্গে জেরায় সোনু জানিয়েছে, একমাস আগে তিনি জুয়া খেলতে গিয়ে বাজি হেরেছিলেন।
প্রতিশ্রুতি মতো এক মাসের জন্য স্ত্রীকে তার বন্ধুদের হাতে তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু স্ত্রী যেতে রাজি হয়নি। বাজিতে হেরে তিনি যে বন্ধুদের সঙ্গে নিজের স্ত্রীকে যৌন সম্পর্কে বাধ্য করার চেষ্টা করেছিলেন সেটা অবশ্য স্বীকার করে নেন এই গুণধর।
ওই গৃহবধূর অভিযোগ, ঘটনার পর বিষয়টি যাতে প্রকাশ্যে না আসে সেজন্য তাঁর শাশুড়ি তাঁকে জোর করে একটি ঘরে আটকে রেখেছিল। ঘরেতেই তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। শেষ পর্যন্ত শ্বশুরবাড়ির নজর এড়িয়ে রবিবার তিনি লোদিপুরে বাপের বাড়িতে চলে আসেন। এরপরই ঘটনাটি প্রকাশ্যে আসে।