স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ১৫ ডিসেম্বর।। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার রাজনগরের জয়চাঁদপুর এলাকায় মেশিন দিয়ে ধান মারাতে গিয়ে হাত কেটে গেল এক কৃষকের। কৃষকের নাম বাবুল দাস।তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখান থেকে তাকে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।সংবাদ সূত্রে জানা গেছে যে চাঁদপুর এলাকার কৃষক বাবুল দাস মেশিন দিয়ে ধান মাড়াইয়ের কাজ করছিলেন।
ধান মাড়াই করার সময় কৃষকের হাত মেশিনের ভিতরে ঢুকে যায় ।ধান মাড়াইয়ের মেশিনে হাত ঢুকে যাওয়ায় কৃষকের হাতটি কেটে গুরুতরভাবে আহত হয় ওই কৃষক। তার চিৎকারে অন্যান্য লোকজন ছুটে আসেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যান ওই এলাকার বাসিন্দারা। জানা গেছে অসাবধানতার কারণেই এই ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে।বর্তমানে ওই কৃষক গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন।