অনলাইন ডেস্ক, ১৪ ডিসেম্বর।। আজকের দিনে ইন্টারনেট ছাড়া মানুষ যেন এক পাও চলতে পারে না। ইন্টারনেট ছাড়া কোনও কিছুই করা সম্ভব নয়। আবার ইন্টারনেট থাকলে ঘরের কোণে বসেই সবকিছুই করা যায়। গোটা দুনিয়া ইন্টারনেটের মাধ্যমেই হাতের মুঠোয় চলে আসে। পঞ্চম জাতীয় পরিবার ও স্বাস্থ্য সমীক্ষায় জানা গিয়েছে, দেশের ২২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের শহর ও গ্রামগুলিতে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে পুরুষরা মহিলাদের তুলনায় অনেকটাই এগিয়ে আছে।
এই সমীক্ষায় জানা গিয়েছে, গ্রামের প্রতি ১০ জন মহিলার মধ্যে গড়ে ৩ জন এবং শহরে প্রতি ১০ জন মহিলার মধ্যে ৪ জন ইন্টারনেট ব্যবহার করে। অনেকেই আছেন যারা নিয়মিত ইন্টারনেট ব্যবহার করেন না। মাঝেমধ্যে কোনও প্রয়োজনে ইন্টারনেট ব্যবহার করেন।মাঝেমধ্যে ইন্টারনেট ব্যবহার করেন এমন পুরুষের সংখ্যা ৬২.১ শতাংশ। মাঝেমধ্যে ইন্টারনেট ব্যবহার করেন মহিলাদের ক্ষেত্রে এই হার ৪২.৬ শতাংশ। অন্যদিকে দেশের বিভিন্ন শহরে মাঝেমাঝে ইন্টারনেট ব্যবহার করেন এমন মহিলার হার ৫৬.৮১ শতাংশ। সেখানে পুরুষদের ক্ষেত্রে এই হার ৭৩.৭৬ শতাংশ।
গ্রামীণ এলাকায় দেখা গিয়েছে, পুরুষদের মধ্যে ৫৫.৬ শতাংশ ইন্টারনেট ব্যবহার করেন। নারীদের ক্ষেত্রে এই হার ৩৪ শতাংশের কাছাকাছি। দেশের পাঁচটি রাজ্যে মহিলারা কখনও ইন্টারনেট ব্যবহার করেছেন এমন সংখ্যা খুবই কম। এই রাজ্যগুলি হল অন্ধপ্রদেশ, বিহার, ত্রিপুরা, তেলেঙ্গানা এবং গুজরাত। জানা গিয়েছে, ২২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ৩.০৭ লক্ষ পরিবারের সঙ্গে কথা বলে এই তথ্য মিলেছে। দেশের ১০ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫০ শতাংশ মহিলা মাঝেমধ্যে ইন্টারনেট ব্যবহার করেন বলে জানা গিয়েছে। এই ১০টি রাজ্য হল গোয়া, হিমাচলপ্রদেশ, কেরল, মহারাষ্ট্র, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম জম্মু কাশ্মীর ও লাদাখ।