অনলাইন ডেস্ক, ১৪ ডিসেম্বর।। বিশ্বজুডে জাঁকিয়ে বসছে করোনা। ওয়ার্ল্ডওমিটার অনুযায়ী, সোমবার ১৪ ডিসেম্বর সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৭ কোটি ২৬ লক্ষ অতিক্রম করেছে। মৃতের সংখ্যা ১৬ লক্ষ ১৮ হাজারের বেশি। ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছে ৫ কোটি ৮ লাখ করোনা আক্রান্ত। এর মধ্যেই হুড়মুড়িয়ে বাড়ছে করোনা-সংক্রমিতের সংখ্যা।
এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। গত এক বছরে ভাইরাসের কোপে ৩ লক্ষের বেশি মৃত্যু হয়েছে আমেরিকায়। আক্রান্ত ১ কোটি ৬৭ লক্ষের বেশি। শুক্রবারও এক দিনে ২ লক্ষ ৩২ হাজারের বেশি নতুন করে সংক্রমিত হয়েছেন।
গত সাত দিনের গড় দৈনিক মৃত্যু ২৪১১। এর মধ্যে শনিবারের মৃত্যু-সংখ্যা রেকর্ড গড়েছে। এক দিনে মারা গিয়েছেন ৩৩০৯ জন। এই পরিস্থিতিতে আজ থেকে টিকাকরণ শুরু হয়ে গেলেও দুশ্চিন্তা কাটছে না প্রশাসনের। এই বিশাল সংখ্যক সংক্রমণকে কী ভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব, সে নিয়ে পথ খুঁজে পাচ্ছে না মার্কিন প্রশাসন।
এরই মধ্যে ভারতীয় সময় সোমবার ভোরে ডোনাল্ড ট্রাম্প ট্যুইট করে জানান, “টিকা ইতিমধ্যেই রওনা হয়েছে। এবং তা নির্দিষ্ট সময়ের ৫ বছর আগেই। সুস্থ হও আমেরিকা। সুস্থ হও পৃথিবী। আমরা তোমাদের ভালোবাসি।” সূত্রের খবর, ট্রাম্পকে টিকা নেওয়ার প্রস্তাব দেওয়া হবে এদিন।