বোড়োল্যান্ড আঞ্চলিক পর্ষদে বিজেপির সাথে ইউপিপিএল জোটের শাসন, ১৫ ডিসেম্বর শপথ

অনলাইন ডেস্ক, ১৩ ডিসেম্বর।। অবশেষে অসমের বোড়োল্যান্ড আঞ্চলিক পর্ষদে জোটের শাসক। বিজেপির সাথে ইউপিপিএল জোট বেধে ক্ষমতায় বসছে। ১৫ ডিসেম্বর কোকরাঝারে হবে শপথ গ্রহণ। বিটিসি–র সিইএম পদে শপথ নেবেন ইউপিপিএল প্রমোদ বোড়ো। রবিবার বিজেপির নেতৃত্ব তাতে সম্মতি দিয়েছে।প্রধানমন্ত্রী পর্যন্ত নব নির্বাচিত সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন।

অসমের বোড়োল্যান্ড আঞ্চলিক পর্ষদ বা বিটিসি–র ভোটের ফল ঘোষিত হয়েছে শনিবার। কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ফলাফল ত্রিশঙ্কু হয়ে গিয়েছে। কিন্তু তবুও ২০১৫–র থেকে এবার আটটি আসন বেশি পেয়ে মোট ৯টি আসনে জিতে অন্য দলগুলির তুলনায় আসনসংখ্যায় লাভবান হয়েছে বিজেপি–ই।

যা আগামী বছর অসম বিধানসভা ভোটের সেমি ফাইনাল হিসবেই ভাবছে রাজনৈতিক দলগুলি। ভোট হয়েছিল গত সাত এবং ১০ তারিখ। ৪৬ সদস্যের বিটিসি–র মধ্যে ৪০ জন নির্বাচিত এবং ছয়জন মনোনীত সদস্য থাকেন। এবছরের শুরুতে বোড়ো পিস অ্যাকর্ড স্বাক্ষরিত হওয়ার পর এটাই প্রথম নির্বাচন। বিটিসি–র ম্যাজিক ফিগার ২১।

গত প্রায় ১৭ বছর ধরে বিটিসি–র রাশ নিজেদর হাতে রাখার পর এবারই হাগ্রামা মোহিলারির নেতৃত্বাধীন বোড়োল্যান্ড পিপলস্‌ ফ্রন্ট বা বিপিএফ পেয়েছে ১৭টি আসন। ২০১৫–এর বিপিএ পেয়েছিল ২০টি আসন। তবে বিপিএফ–ই একক সংখ্যাগরিষ্ঠ দল। গত ভোটেও বিপিএফ–বিজেপি জোট ছিল। এবার বিজেপি একাই লড়ে ৯টি আসন পেয়েছে।

কংগ্রেস পেয়েছে একটি আসন এবং বদরুদ্দিন আজমলের অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র‌্যাটিক ফ্রন্ট বা এআইইউডিএফ কোনও আসনই পায়নি। প্রমোদ বোড়ো নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস্‌ পার্টি লিবারেল বা ইউপিপিএল পেয়েছে ১২টি আসন।

অসমের প্রদেশ বিজেপি আগেই ইঙ্গিত দিয়েছিল আগামী বছর অসম বিধানসভা ভোটে তারা বিপিএফের সঙ্গে জোট বাঁধবে না। এই ফল কর্মীদের আরও উজ্জীবিত করবে বলেই মনে করছেন প্রদেশ বিজেপির নেতারা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?