গুলির লড়াইয়ে জম্মু কাশ্মীরের পুঞ্চে খতম হয়ে গেল ২ পাকিস্তানি জঙ্গি

অনলাইন ডেস্ক, ১৪ ডিসেম্বর।। জঙ্গি দমনে বড় সাফল্য ভারতীয় সেনার। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে জম্মু কাশ্মীরের পুঞ্চে খতম হয়ে গেল ২ পাকিস্তানি জঙ্গি। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে জঙ্গিদের স্থানীয় এক সহযোগীকে। পুঞ্চের দুর্গান পোশানা এলাকায় হয়েছে এই সংঘর্ষ।

দিন তিনেক আগে জঙ্গিরা নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতে ঢুকেছিল বলে অনুমান পুলিশ ও সেনাবাহিনীর।রাজ্য পুলিশ জানিয়েছে, জঙ্গিদের মধ্যে ২ জন পাকিস্তানি, ১ জন স্থানীয়। তিন দিন আগে নিয়ন্ত্রণরেখা টপকে কাশ্মীরে উপত্যকায় প্রবেশের পরে প্রথমে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় জঙ্গিরা গা ঢাকা দিয়েছিল। পরে পুলিশ গোপন সূত্রে জানতে পারে, পুঞ্চের প্রত্যন্ত গ্রাম ছত্তাপানি-দুগ্রানে লুকিয়ে রয়েছে ওই জঙ্গিরা।

পুলিশের সহযোগিতায় রবিবার তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। খোঁজ মিলতেই তাদের আত্মসমর্পণের প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তারা গুলি চালাতে শুরু করে। জবাবি গুলিতে ২ জঙ্গি খতম হয়। জানা গিয়েছে, গুলির লড়াইয়ে সাজিদ ও বিলাল নামে দুই পাক সন্ত্রাসবাদী নিহত হয়েছে। তারা লস্কর ই তৈবার সঙ্গে যুক্ত ছিল।

তাদের কাছ থেকে দু’টি একে-৪৭ রাইফেল, একটি আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চার, ৩০০ গ্রাম আরডিএক্স-সহ বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিংহ বলেন, “জেলা উন্নয়ন পরিষদের ভোটপ্রক্রিয়া বানচাল করতে এটা পাকিস্তানের একটা চেষ্টা। লস্কর ও জইশ জঙ্গিদের উপত্যকায় ঢোকানো হচ্ছে।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?