বিজেপি বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত্যু দুই বাইক আরোহী

অনলাইন ডেস্ক, ১৪ ডিসেম্বর।। এক বিজেপি বিধায়কের গাড়ির সঙ্গে একটি বাইকের মুখোমুখি ধাক্কা হওয়ায় দু’জনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের থানেতে। মুরবাদ এলাকার বিজেপি বিধায়ক কিসান কাঠরের গাড়ির সঙ্গে ওই বাইকের মুখোমুখি ধাক্কা লাগে বলে জানা গিয়েছে।পুলিশ জানিয়েছে, রবিবার রাত সাড়ে আটটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। ওই বিধায়কের গাড়ি বাহুলি গ্রাম থেকে বেরিয়ে রায়াতে-অম্বরনাথ সড়কের ওপর দিয়ে ছুটছিল। এ সময় হঠাৎই একটি বাইক সামনে চলে এলে বিধায়কের গাড়ির সঙ্গে তার মুখোমুখি ধাক্কা লাগে।

ঘটনাস্থলেই প্রাণ হারান অমিত সিং নামে বাইক চালক। অমিত কল্যাণের বাসিন্দা। তাঁর সঙ্গে ছিলেন সিমরন সিং নামে এক মহিলা। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই তাঁর মৃত্যু হয়। কল্যান তালুকের এক পুলিশ অফিসার জানিয়েছেন, এই দুর্ঘটনায় অমিত এবং সিমরন নামে এক পুরুষ ও এক মহিলার মৃত্যু হয়েছে। তবে তাদের মধ্যে কি সম্পর্ক ছিল তা এখনও জানা যায়নি। উচ্চপদস্থ অফিসাররা ঘটনাস্থলে গিয়েছেন। গতকালের এই দুর্ঘটনায় বিধায়ক নিজেও জখম হয়েছেন। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

বিজেপি বিধায়কের গাড়িচালকও জখম হয়েছেন। গাড়িচালক আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। বিধায়কের গাড়ির সামনের অংশ দুমড়ে গিয়েছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানতে বিধায়কের সঙ্গে কথা বলছে পুলিশ। একই সঙ্গে কথা বলতে চায় তাঁর গাড়ি চালকের সঙ্গে। তবে গাড়িচালক এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। কিছুটা সুস্থ হলেই পুলিশ তাঁর সঙ্গে কথা বলবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?