অনলাইন ডেস্ক, ১৪ ডিসেম্বর।। রাজস্থানে স্থানীয় পুর নির্বাচনে ভালো ফল করল কংগ্রেস। জানা গিয়েছে, রাজস্থানের ৫০টি পুরসভার নির্বাচনে মোট ১ হাজার ৭৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬২০টি ওয়ার্ডে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থীরা।
বিজেপি জিতেছে ৫৪৮টি আসনে। নির্দলদের ঝুলিতে গিয়েছে ৫৯৫টি আসন। রবিবার এই নির্বাচনের ফল ঘোষিত হয়েছে। রাজস্থানের রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, ১২ জেলার ৫০টি পুরসভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজস্থানে বর্তমানে কংগ্রেসের সরকার চলছে।
মাঝে শচীন পাইলট বিদ্রোহ করলেও, আপাতত তাঁকে বুঝিয়ে রাজস্থানে টিকে গিয়েছে অশোক গেহলৌতের সরকার। কিন্তু পুর নির্বাচনের ফল বলছে কংগ্রেসের মতো ভালো ফল না হলেও খুব বেশি পিছিয়ে নেই বিজেপি। বিষয়টি ভাবাচ্ছে প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে।