থুতু-নিষেধাজ্ঞা অথর্ব করে দিয়েছে বোলারদের, মনে করেন শচীন

অনলাইন ডেস্ক, ১৪ ডিসেম্বর।। করোনা পরবর্তী ক্রিকেটে সবচেয়ে বেশি সমস্যা পড়েছেন বোলাররা। কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে বোলারদের বলে থুতু লাগানোয় নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে আইসিসি। কিংবদন্তি ক্রিকেটাকর শচীন তেন্ডুলকর মনে করেন, সেই নির্দেশ বোলারদের অথর্ব করে দিয়েছে। এর আগে আইপিএল চলাকালীন থুতুর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করায় কতটা সমস্যা হচ্ছে, তা নিয়ে মুখ খুলেছিলেন মহম্মদ শামি, যশপ্রীত বুমরার মতো বোলাররা। সেই বিষয়ে এবার নিজের মতামত জানালেন শচীনও। তিনি বলেছেন, “আমার তো মনে হয়েছে, বোলারদের পঙ্গু, অথর্ব করে দিয়েছে এই নির্দেশ। ঘটনা হল, থুতুর পরিবর্তে কোনও পদার্থ ব্যবহার করে বলের পালিশ ধরে রাখা যায় কি না, সেটাও কিন্তু কেউ বলে উঠতে পারেননি এখনও।

ক্রিকেটে বোলাররা বলে ঘাম এবং থুতু লাগাবে, সেটাই তো দশকের পর দশক ধরে চলে এসেছে। সেখানেই প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।” যোগ করেছেন, “আমি ব্যক্তিগতভাবে মনে করি, ঘামের চেয়েও থুতু বলের পালিশ ধরে রাখতে অনেক বেশি কার্যকরী। বোলারদেরও একই অভিমত। থুতু লাগালেই বলের ৬০ শতাংশ পালিশ ধরে রাখা যায়। বাকি ৪০ শতাংশ কাজ হয়ে যায় ঘাম ব্যবহার করে। এখন তো সেই ভারসাম্যই নষ্ট হয়ে গিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভত, এর বিকল্প কোনও ব্যবস্থা খুঁজে বার করতেই হবে । না হলে বোলারদের শিল্প ব্যাপারটাই শেষ হয়ে যাবে।”এ বার অস্ট্রেলিয়ায় ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজে নজর কেড়েছেন বাঁ হাতি পেসার টি নটরাজন। অনেকেই মনে করেন, তাঁকে টেস্ট দলেও রেখে দেওয়া হলে ভারতীয় দলের উপকার হত। শচীন কিন্তু তা মনে করেন না।

তিনি বলেছেন, “সাদা এবং লাল বলের ক্রিকেটে অনেক পার্থক্য রয়েছে। ফলে সেখানে যদি নটরাজন তেমন সফল না হতে পারে,তা হলে ওর উপরে অহেতুক একটা চাপ তৈরি হবে। সেটা মোটেও বাঞ্ছনীয় নয়। তা ছাড়া সাদা বলের ক্রিকেট এক দিনেই শেষ হয়ে যায়। লাল বলে পাঁচ দিনের ক্রিকেটটা সম্পূর্ণ অন্য একটা ব্যাপার। সেখানে অন্য ধরনের দলীয় ভারসাম্য দরকার। মানসিকতার পার্থক্য তৈরি করতে হয়। খুব তাড়াতাড়ি তার সঙ্গে মানিয়ে নেওয়ার কাজ সহজ নয়। সেটা নিয়েও ভাবতে হবে।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?