অনলাইন ডেস্ক, ১৪ ডিসেম্বর।। ফিফার বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষিত হবে বৃহস্পতিবার। তার আগে ফের ঝলসে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিরুদ্ধে করেছিলেন জোড়া গোল। রবিবার সেরি আ-তে আবারও স্বমেজাজে ফিরলেন তিনি। ক্লাবের হয়ে শততম ম্যাচে করলেন দুটি গোল। তাঁর দাপটে জেনোয়ার বিরুদ্ধে ৩-১ গোলে জিতল দলও।রবিবারের ম্যাচে ৭৮ এবং ৮৯ মিনিটে দুটি গোল করেন রোনাল্ডো। তার আগে ৫৭ মিনিটে প্রথম গোল পাওলো দিবালার। ম্যাচের পরে নিজের টুইটার হ্যান্ডলে রোনাল্ডো লিখেছেন, “জুভেন্টাসের হয়ে ১০০তম ম্যাচকে এর চেয়ে আর কী ভাবেই বা ভাল ভাবে পালন করতে পারি। ক্লাবের হয়ে এতগুলো ম্যাচ খেলার সুযোগ পেয়ে নিজেকে গর্বিত মনে করছি। তবে একটা কথা জানিয়ে রাখা ভাল। জুভেন্টাসের হয়ে ১০০ গোল করার শপথও নিয়ে ফেলেছি।
” প্রসঙ্গত এখনও পর্যন্ত জুভেন্টাসের হয়ে সমস্ত টুর্নামেন্ট মিলিয়ে ৭৯ গোল হয়ে গিয়েছে পর্তুগিজ তারকার।রবিবারের জয়ের সুবাদে ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবলের চার নম্বরে উঠে এসেছে গতবারের লিগজয়ীরা। সমসংখ্যক ম্যাচ খেলে ২৬ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে এসি মিলান। টানা দুই ম্যাচে জয়ের পরে উল্লসিত ম্যানেজার আন্দ্রেয়া পিরলো। তিনি বলেছেন, “প্রথামর্ধে দলের ফুটবল একটু মন্থর ছিল। তবে সেটা খুব কম সময়ের মধ্যে টানা ম্যাচের কারণে হচ্ছে। ফুটবলাররা বিশ্রামের পর্যাপ্ত সময়ই পাচ্ছে না। তবে দ্বিতীয়ার্ধে দল দুরন্ত ফুটবল খেলেছে।” সাময়িক ছন্দপতনে মন্থর হয়ে পড়েছিলেন দিবালা। তবে রবিবারের ম্যাচে তিনিই প্রথম গোল করেন।
আর্জেন্তিনীয় ফুটবলার সম্পর্কে পিরলোর বিশ্লেষণ, “দিবালার গোলে ফেরা আমাদের সকলের কাছে খুবই খুশির খবর। দিবালা, রোনাল্ডো এবং মোরাতা আমাদের দলের তিন স্তম্ভ। ওরা ছন্দে থাকলে আমরা যে কোনও প্রতিপক্ষকে উড়িয়ে দিতে পারি। রোনাল্ডো যে বিশ্বের সবচেয়ে সেরা ফুটবলার, সেটা আবার প্রমাণ করে দিয়েছে। আমি মনে করি, এবার ফিফা বর্ষসেরার সম্মান ওরই প্রাপ্য। ও আমাদের দলের সেরা সম্পদ।” বুধবার লিগে ফের প্রতিপক্ষ আতালান্তা। সেই ম্যাচ নিয়ে পিরলো বলেছেন, “ফুটবলাররা যাতে চোটমুক্ত থাকতে পারে, সেই চেষ্টাই করতে হবে। আমাদের এখন অনেক বেশি সতর্ক থেকে জয় নিশ্চিত করতে হবে।”