অনলাইন ডেস্ক, ১৪ ডিসেম্বর।। ভারতীয় টিম ম্যানেজমেন্টে এখনও পছন্দ ঋদ্ধিমান সাহাকে। অধিনায়ক বিরাট কোহলি থেকে দলের হেড কোচ রবি শাস্ত্রী, সকলেই মনে করেন টেস্ট ম্যাচে উইকেটের পিছনে সেরা ভরসার নাম ঋদ্ধি। আবার অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ঝোড়ো সেঞ্চুরি করে টিম ম্যানেজমেন্টকে চাপে ফেলে দিয়েছেন ঋষভ পন্থ।ভারতীয় বোর্ডের টুইটার হ্যান্ডলে দেওয়া সাক্ষাৎকারে ঋষভ জানিয়েছেন, প্রথম এগারোয় থাকা বা না থাকা দলের সিদ্ধান্ত, তবে তিনি প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করে গোলাপি বলে দিনরাতের টেস্ট খেলার সাহস অর্জন করে ফেলেছেন।
তিনি বলেছেন, “আমি হনুমা বিহারীর সঙ্গে একটা লম্বা জুটি তৈরি করার লক্ষ্য নিয়ে খেলতে নেমেছিলাম। দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারলে রান আার সঙ্গে আত্মবিশ্বাসও বাড়তে শুরু করে। শুরুটা মন্থর হলেও পরে উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে আমি রান তোলার দিকে মন দিয়েছিলাম। বলে ঠিক মতো হিট করতে পারছিলাম। সেটাই নিজের প্রতি আস্থা বাড়িয়ে দিয়েছে।”এ বারের আইপিএলে তেমন কিছু করতে পারেননি ঋষভ। ফলে টিম ম্যানেজমেন্টের বিশ্বাস অর্জন করার জন্য এই প্রস্তুতি ম্যাচ এক অর্থে ছিল তাঁর কাছে অগ্নিপরীক্ষার মতোই। সেই পরীক্ষায় তিনি সফল।
তিনি বলেছেন, “বলা যেতে পারে এই সেঞ্চুরি আমাকে দারুণ স্বস্তি দিয়েছে। এক মাস ধরে অস্ট্রেলিয়ায় রয়েছি কিন্তু কোনও ম্যাচে খেলার সুযোগ পাইনি। এই ম্যাচকে তাই হাতছাড়া করতে চাইনি। প্রথম ইনিংসে কম রানে আউট হয়ে যাওয়ার পরে মনটা খারাপ হয়ে গিয়েছিল। তবে এটাও ঠিক, আমার মনে হয় আম্পায়ার ঠিক সিদ্ধান্ত নেননি। তাই দ্বিতীয় ইনিংসে অনেকটা সময় নিয়েই নিজেকে উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার কাজ করেই রান তোলার দিকে মন দিয়েছিলাম। সত্যি বলতে, গোলাপি বলে খেলার খুব সুযোগ আমরা কেউই পাইনি। তাই ওই বলের গতি এবং সুইংটাও বুঝে নেওয়ার প্রয়োজন ছিল। এখন অনেকটাই হাল্কা লাগছে বড় একটা ইনিংস খেলতে পেরে। তবে শুধু আমি বলেই নয়, ভারতীয় দলের সকলেই গোলাপি বলের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার কাজটা মন দিয়ে করে চলেছে।”