অনলাইন ডেস্ক, ১৪ ডিসেম্বর।। আসন্ন টেস্ট সিরিজে তাঁদের দিকে ধেয়ে আসা বাউন্সার এবং শর্টপিচ ডেলিভারি সামলানোর অস্ত্রও মজুত রয়েছে। অ্যাডিলেডে বৃহস্পতিবার গোলাপি বলে দিনরাতের প্রথম টেস্ট শুরুর আগে শুনিয়ে রাখলেন শুভমন গিল। যাঁকে খুব সম্ভবত প্রথম এগোরোয় দেখা যাওয়ার মতো একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সোমবার কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে ২১ বছরের তারকা বলেছেন, “ওরা যদি মনে করে বাউন্সার এবং শর্টপিচ ডেলিভারি দিয়ে আমাদের চিন মিউজিক শোনাবে, তা হলে বলে রাখা ভাল, সেই সমস্ত আক্রমণ সামলানোর উপায়ও আমাদের জানা রয়েছে। তাকে সামলানোর পাল্টা অস্ত্র নিয়েই আমরা খেলতে নামব। কাজেই ওটা নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই।”অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দুই ইনিংসে শুভমন ৪৩ এবং ৬৫ রান করেন।
তবে তা নিয়ে খুব মাথা ঘামাচ্ছেন না তিনি। বলেছেন, “অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়া খুবই বিপজ্জনক প্রতিপক্ষ। আমি সেই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য নিজেকে তৈরি রাখছি। যে কোনও সুযোগ পেলেই তা কাজে লাগানোর চেষ্টা করব। একজন ব্যাটসম্যান হিসেবে এমন একটা সুযোগ হাতছাড়া করার কোনও প্রশ্নই ওঠে না। মাঠে নেমে বড় রান করতে হবে। দলকে সাহায্য করতে হবে।” দুবছর আগে মাঠে দুই দলের মধ্যে চরমে উঠেছিল বাগযুদ্ধও। বিরাট কোহলি বনাম টিম পেনের মাঠের মধ্যেই তর্ক সাড়া ফেলে দিয়েছিল ক্রিকেটমহলে। এবারও যে তা হবে না, এমন নিশ্চয়তা কেউ দিতে পারছেন না। শুভমন জানিয়েছেন, স্লেজিংয়ের মোকাবিলা করার মানসিক প্রস্তুতিও তিনি নিয়ে ফেলেছেন।
গিল বলেছেন, “একটা সময় ছিল যখন ভারতীয় দল অনেক ভদ্রতা বজায় রেখে ক্রিকেট খেলত। মাঠে কথার যুদ্ধে তেমন আগ্রাসন দেখাত না তারা। ফলে লোকে ভাবত, ইচ্ছা করলেই তাদের বিদ্রুপ করা যায়। এখন কিন্তু সেই ছবিটা আমূল পাল্টে গিয়েছে। এখনকার ক্রিকেটারদের মানসিকতা পাল্টে গিয়েছে। তেমন প্রয়োজন মনে করলে চুপ করে সব হজম করার মানসিকতা নিয়ে কেউ মাঠে নামে না। তেমন হলে মাঠে তর্ক হবে। আমি তো চুপ করে থাকব না বিদ্রুপ শুনলে। প্রতিপক্ষকে ঠিক জবাব দিয়ে দেব।”