অনলাইন ডেস্ক, ১৪ ডিসেম্বর।। প্রকৃত নিয়ন্ত্রণরেখার অবস্থান এবং রূপরেখা একতরফা ভাবে বদলাতে চাইছে চিন। এমনই অভিযোগ করলেন ভারতের সেনা প্রধান বিপিন রাওয়াত। সোমবার কলকাতায় এক অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, ‘করোনা আবহে প্রকৃত নিয়ন্ত্রণরেখার অবস্থান ও রূপরেখা একতরফা ভাবে বদলাতে চাইছে চিন।
ফলে পরিস্থিতির বিচার করে স্থল, জল, আকাশ সীমায় সামরিকভাবে প্রস্তুত থাকা প্রয়োজন। আমার দৃঢ় বিশ্বাস দেশের সীমান্তের সুরক্ষায় কোনও রকম ত্রুটি রাখবে না সেনা।’ অন্যদিকে, জানা গিয়েছে সীমান্তে ১৫ দিন তীব্র যুদ্ধ চালানোর জন্য অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ মোতায়েন করছে ভারতীয় সেনা।
এর আগে চিন ও পাকিস্তানের সঙ্গে যুদ্ধ চালানোর জন্য দুটি ফ্রন্টে ১০ দিনের মতো অস্ত্রসস্ত্র মোতায়েন করা হয়েছিল। চিন সীমান্তে উত্তেজনার প্রেক্ষিতে ভারত সরকার ৫০ হাজার কোটি টাকার অস্ত্র ও যুদ্ধের অন্যান্য সরঞ্জাম কিনতে পারে।