অনলাইন ডেস্ক, ১৪ ডিসেম্বর।। বন্ধুকে মাদক খাইয়ে তাঁর রাশিয়ান স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠল সেনাবাহিনীর এক কর্নেলের বিরুদ্ধে। রবিবার কানপুরে অফিসার্স মেসে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। পূর্ব কানপুরের পুলিশ সুপার রাজ কুমার আগরওয়াল জানিয়েছেন, ওই কর্নেলের বন্ধু অবশ্য সেনাবাহিনীতে কাজ করেন না।
এই ঘটনার পরে ক্যান্টনমেন্ট পুলিশ স্টেশনে ওই কর্নেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তিনি। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের স্ত্রী জন্মসূত্রে রাশিয়ার। গত ১০ বছর ধরে ভারতে থাকছেন তিনি। রাজ কুমার আগরওয়াল আরও জানিয়েছেন, ‘অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কর্নেলকে আটক করার চেষ্টা চলছে।
তাঁর বন্ধু অভিযোগে জানিয়েছেন, ওই কর্নেল লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে প্রোমোশন হওয়ার জন্য শনিবার তাঁকে ও তাঁর স্ত্রীকে আমন্ত্রণ করেছিলেন। সেখানে পার্টির মধ্যে তাঁকে পানীয় দেন কর্নেল। তাতে মাদক মেশানো ছিল। সেই পানীয় খেয়ে তিনি বেহুঁশ হয়ে যান। তখন তাঁর স্ত্রীকে ধর্ষণ করেন ওই কর্নেল।
স্ত্রী বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে মারধরও করেন ওই কর্নেল।’ জানা গিয়েছে, আইপিসির একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে ওই কর্নেলের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই তিনি পলাতক। তাঁকে খুঁজতে একাধিক পুলিশ টিম তৈরি করা হয়েছে। কর্নেলের খোঁজ চালাচ্ছে তারা। এছাড়াও এই ঘটনার পিছনে আর কেউ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।