অনলাইন ডেস্ক, ১৪ ডিসেম্বর।। তাদের তৈরি করোনা টীকা ৯৫ শতাংশ কার্যকর। এমটাই দাবি করেছে ফাইজার। কিন্তু ভারতের বাজারে এই টিকার ছাড়পত্র পাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়। যার মূল কারণ এই টিকার দাম। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, এই টাকার দাম অন্যান্য সংস্থাগুলির তৈরি টিকার তুলনায় অনেকটাই কম।উল্লেখ্য, ব্রিটেনে ছাড়পত্র পাওয়ার পর ভারত সরকারের কাছে ছাড়পত্র চেয়েছিল ফাইজার। কিন্তু এখনও এই টিকাকে ছাড়পত্র দেয়নি ফাইজার।
তার মাঝেই সামনে এল এই দামের বিষয়টি। সূত্রের খবর, ফাইজারের প্রতিটি টিকার দাম রাখা হয়েছে ২ হাজার ৭২৮ টাকা। কেন্দ্রের দাবি, ভারতে করোনার গণটিকাকরণে এই এই ভ্যাকসিনকে ছাড়পত্র দিলে খরচ অনেকটাই বেড়ে যাবে। প্রথমে মনে করা হয়েছিল, ভারতের বাজারে ফাইজার টিকার দাম পড়বে ২২০ টাকা। কিন্তু এই অতিরিক্ত দামে ফাইজারের টিকার বরাত দেওয়া সম্ভব নয় বলেই জানাচ্ছে কেন্দ্র।