স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১৪ ডিসেম্বর।। গোমতী জেলার রাধাকিশোর পুর থানার পুলিশ এবং টিএসআর বাহিনীর জওয়ানরা অভিযান চালিয়ে ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তির নাম শিবু দাস।জানা যায় তার বাড়িতে গোপন সুত্রের সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। এই অভিযানে নেতৃত্ব দেন মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম রিয়াং।
সংবাদ সূত্রে জানা যায় মহকুমা পুলিশ আধিকারিক এর কাছে সুনিদৃষ্ট খবর আসে মাতাবাড়ি অমর কলোনি এলাকার শিবু দাসের বাড়িতে ফেনসিডিল মজুদ রয়েছে।সেই খবরের ভিত্তিতে মহকুমা পুলিশ আধিকারিক পুলিশ এবং টিএসআর বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তার বাড়িতে তল্লাশি চালান। তল্লাশি চালানোর সময় যথারীতি সাফল্য পান মহকুমা পুলিশ আধিকারিক। বাড়িতে মজুদ রাখা ফেনসিডিলসহ বাড়ির মালিককে জালে তুল পুলিশ। জানা গেছে আটক শিবু দাস দীর্ঘদিন ধরে নেশা পাচার বাণিজ্যে জড়িত রয়েছে।এই চক্রের আরও কারা জড়িত রয়েছে তাদের সম্পর্কে তথ্য উদ্ধারের জন্য আটক শিবু দাসকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
জিজ্ঞাসাবাদ করে এ সম্পর্কে আরও বহু তথ্য জানা যাবে বলে আশাবাদী মহকুমা পুলিশ আধিকারিক।উল্লেখ্য রাজ্য সরকার রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গঠন করার জন্য যে পরিকল্পনা গ্রহণ করেছে সেই পরিকল্পনাকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে নেশা কারবারিরা নানা কৌশলে তাদের নেসা পাচার বাণিজ্য অব্যাহত রেখেছে।পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা ও নেশা কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছেন। তাতে একের পর এক সাফল্য আসতে শুরু করেছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম রিয়াং জানিয়েছেন।