পদ্মশ্রী বেণীচন্দ্র জমাতিয়া প্রয়াত মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর শোক বার্তা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ ডিসেম্বর।। পদ্মশ্রী বেণীচন্দ্র জমাতিয়া প্রয়াত হয়েছেন৷ আজ ভোর ৪ টায় মহারাণীর হাতিছড়াস্থিত নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ বার্ধক্যজনিত অসুুখে তিনি ভুগছিলেন৷ মৃত্যকালে তাঁর বয়স হয়েছিলো ৯৬ বছর৷ প্রয়াত বেণীচন্দ্র জমাতিয়া ৩ পুত্র ও ৪ কন্যা সহ আত্মীয় স্বজন রেখে গেছেন৷ প্রয়াত বেণীচন্দ্র জমাতিয়া সাহিত্য ও শিক্ষায় বিশেষ অবদানের জন্য এবছর জানুয়ারি মাসে পদ্মশ্রী খেতাবে ভূষিত হন৷ তিনি ককবরক ভাষায় অনেক বাউল সঙ্গীত রচনা করে গেছেন৷ যে কোনও ছবি দেখে তিনি অনায়াসে গান রচনা করতেন৷

প্রয়াত বেণীচন্দ্র জমাতিয়ার প্রথাগত শিক্ষা ছিলো না৷ নিজ বাড়িতেই তিনি গৃহশিক্ষকের কাছে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন৷ বেণীচন্দ্র জমাতিয়া প্রায় ৭০টির মতো সঙ্গীত রচনা করেছেন৷ ককবরক ভাষায় বাউল সঙ্গীতের উপর তাঁর একমাত্র প্রকাশিত বইয়ের নাম ’ধর্ম লামবাই’৷ প্রয়াত বেণীচন্দ্র জমাতিয়া ককবরক ভাষাবিদ অলিন্দ্রলাল ত্রিপুরা কর্তৃক প্রতিষ্ঠিত ককবরক সাহিত্য সভার সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন৷ পদ্মশ্রী বেণীচন্দ্র জমাতিয়ার পিতার নাম পদ্মসিং জমাতিয়া ও মাতার নাম সুুচিত্রা জমাতিয়া৷

আজ প্রয়াতের বাড়িতে গিয়ে বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, প্রাক্তন এমডিসি জয়কিশোর জমাতিয়া, উদয়পুর মহকুমার মহকুমা শাসক অনিরুদ্ধ রায় ও মাতাবাড়ি ব্লকের বিডিও সৌরভ দাস তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন৷ উল্লেখ্য, এবছর বেণীচন্দ্র জমাতিয়া পদ্মশ্রী খেতাব পাওয়ার পর গত ২৮ জানুয়ারি তথ্য ও সংস্ক’তি দপ্তরের পক্ষ থেকে তাঁর মহারাণী হাতিছড়াস্থিত বাসভবনে সংবর্ধনা দেওয়া হয়৷ পদ্মশ্রী বেণীচন্দ্র জমাতিয়ার প্রয়াণে মুখ্যমন্ত্রীর শোক : ত্রিপুরার গর্ব পদ্মশ্রী সম্মানে সম্মানিত বিশিষ্ট লোক সাহিত্যিক বেণীচন্দ্র জমাতিয়ার মৃত্যতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷

এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সাহিত্য ও সংস্ক’তি মহল একজন অভিভাবককে হারালো৷ তিনি তাঁর সৃষ্টির মধ্য দিয়ে রাজ্যের ক’ষ্টি সংস্ক’তিকে তুলে ধরেছেন৷ সাহিত্য জগতে বিশেষ অবদানের জন্য তিনি চিরমরণীয় হয়ে থাকবেন৷ তাঁর প্রয়াণে ত্রিপুরা সহ দেশের সাহিত্য জগতে এক অপূরণীয় ক্ষতি হলো৷ মুখ্যমন্ত্রী শ্রীদেব প্রয়াত বেণীচন্দ্র জমাতিয়ার পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন৷

পদ্মশ্রী বেণীচন্দ্র জমাতিয়ার প্রয়াণে শিক্ষামন্ত্রীর শোক : রাজ্যের গর্ব, পদ্মশ্রী সম্মানে ভূষিত এবং ককবরক বাউল গানের ষ্টা বেণীচন্দ্র জমাতিয়ার প্রয়াণে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ গভীর শোক প্রকাশ করেছেন৷ এক শোকবার্তায় শিক্ষামন্ত্রী বলেন, ককবরকে বাউল গানকে জনপ্রিয় করা এবং সাহিত্য সংস্ক’তির অঙ্গনকে সমৃদ্ধ করার ক্ষেত্রে বেণীচন্দ্র জমাতিয়ার অবদান ছিলো অপরিসীম৷ তাঁর প্রয়াণে রাজ্যের সাহিত্য সংস্ক’তির অপূরণীয় ক্ষতি হলো৷ শিক্ষামন্ত্রী শ্রীনাথ বেণীচন্দ্র জমাতিয়ার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা ব্যক্ত করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?