অনলাইন ডেস্ক, ১৪ ডিসেম্বর।। অযোধ্যায় রাম মন্দির তৈরি করতে সরকারের কাছ থেকে একটি টাকাও নেওয়া হবে না। রাম মন্দির তৈরি হবে দেশের সাধারণ মানুষের দেওয়া দানের টাকায়। সোমবার এই ঘোষণা করলেন রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই। চম্পত এদিন সংবাদমাধ্যমকে জানান, রাম মন্দির গড়তে তাঁরা সাধারণ মানুষের কাছ থেকে সাহায্য চাইবেন। যে যেরকমভাবে পারবে সাহায্য করবে। মানুষের সাহায্যেই গড়ে উঠবে রাম মন্দির। মন্দির করার জন্য তাঁরা সরকারের কাছ থেকে একটি টাকাও নেবেন না।
মানুষের কাছ থেকে আর্থিক অনুদান সংগ্রহ করতে গোটা দেশে ঘুরবেন ট্রাস্টের কর্মীরা। তাঁদের হাতেই টাকা দেওয়া যাবে। টাকা সংগ্রহের জন্য ইতিমধ্যেই কুপন ছাপানো হয়েছে। ১০, ১০০ ও ১০০০ টাকার কুপন রয়েছে। মানুষ যে যেমন আর্থিক সাহায্য করবেন তাঁকে সেই অনুযায়ী কুপন দেওয়া হবে। চম্পত আরও জানান, বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে যৌথভাবে মকর সংক্রান্তির দিন থেকে এই অর্থ সংগ্রহ অভিযান শুরু হবে।
চলবে মাঘ মাসের পূর্ণিমা পর্যন্ত। চম্পতের আশা, রাম মন্দির তৈরির জন্য অর্থের অভাব হবে না। উল্লেখ্য, ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দীর্ঘক্ষণ পূজা-অর্চনার পর নির্দিষ্ট সময় অনুযায়ী প্রধানমন্ত্রী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ট্রাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন মন্দিরটি গড়ে উঠবে ১২০০ স্তম্ভের উপর। মাটির ২০০ ফুট নিচ থেকে স্তম্ভগুলি গড়ে তোলা হবে। মন্দিরের উচ্চতা হবে ১৬১ ফুট। ২০২২-এ মন্দির উদ্বোধন করার চেষ্টা চলছে বলেও ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়।