অনলাইন ডেস্ক, ১৪ ডিসেম্বর।। চোট ক্রমাগত তাড়াই করে চলেছে নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়রকে। রবিবার ফরাসি লিগ ওয়ানে লিয়ঁ-এর বিরুদ্ধে হারল প্যারিস সাঁ জারমাঁ। তবে সেই হারের চেয়েও আতঙ্কের হয়ে রইল নেমারের নতুন চোট। থিয়াগো মেন্দেসের ট্যাকলে মাটিতে পড়ে যান নেমার। যন্ত্রণায় কেঁদেও ফেলেন তিনি। জরুরি ভিত্তিতে তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। গোল প্রযুক্তির সাহায্য নিয়ে গোটা ঘটনা দেখে রেফারি লাল কার্ড দেখিয়ে মেন্দেসকে মাঠের বাইরেও বের করে দেন।ফরাসি সংবাদমাধ্যমের খবর, গোড়ালিতে দারুণ চোট পেয়েছেন নেমার।
কেউ কেউ মনে করছেন, গোড়ালির হাড় ভাঙলেও ভাঙতে পারে। তবে চোটের মাত্রা নিয়ে পরিষ্কার করে কিছু বলতে পারেননি পিএসজি কোচ থোমাস তুহেল। তিনি বলেছেন, “আমার কাছে চোটের মাত্রা স্পষ্ট নয়। ডাক্তারদের সঙ্গে কথা বলার পরেই ছবিটা পরিষ্কার হতে পারে। স্ক্যান হবে চোটের জায়গায়। তার পরেই বোঝা যাবে, নেমার কতা তাড়াতাড়ি মাঠে ফিরতে পারে।” লকডাউনের আগে হাঁটুর চোট সারাতে দেশে ফিরে গিয়েছিলেন নেমার।
সেখানে ব্যক্তিগত ফিজিওর তত্ত্বাবধানে নিজেকে ফিট করে ফিরে এসেছিলেন প্যারিসে। কিন্তু তার পরে আবার চোট পান গোড়ালিতে। যে কারণে দেশের হয়ে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচেও তিনি খেলতে পারেননি। ব্রাজিল দলের চিকিৎসক জানিয়েছিলেন, নেমারের চোট এখনও ঠিক হয়নি। ফলে তাঁকে অনেক বেশি সতর্ক হয়ে খেলতে হবে। রবিবারের চোট নেমারকে আবার বিপাকে ফেলে দিল। তুহেল বলেছেন, “আমাদের এখন অপেক্ষা করা ছাড়া কোনও উপায় নেই। আশা করব, চোট যেন গুরুতর না হয়। তা হলে দলকেও খুবই চাপের মুখে পড়ে যেতে হবে।”