অনলাইন ডেস্ক, ১৪ ডিসেম্বর।।’কৃষকরা বিষ খেলে সেটা খবর হয় না। কিন্তু পিৎজা খেলে খবর হয়। বাহ…’। সোমবার এক টুইট বার্তায় এইভাবেই কৃষকদের পিৎজা খাওয়া নিয়ে বিতর্ক ইস্যুতে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ালেন অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। উল্লেখ্য, দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল বেশকিছু ছবি। যেখানে দেখা যায়, কৃষক আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমান্তে আন্দোলনরত পঞ্জাব-হরিয়ানার কৃষকরা পিৎজা খাচ্ছেন, দামি যন্ত্রে ফুট মাসাজ নিচ্ছেন, জিম করছেন। এই নিয়ে শুরু হয় বিতর্ক।
নেটিজেনদের একাংশ প্রশ্ন তোলেন ‘পিৎজা খেয়ে এ কেমন আন্দোলন’! এদিন তারই জবাব দিলেন দিলজিৎ। এর আগেও কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন এই অভিনেতা। তাঁর সুরে সুর মিলিয়েছেন আরও অনেকে। তাঁরা বলেছেন, কৃষকরা যে পিৎজা খাচ্ছেন, তার উপকরণ কৃষকরাই ফলান। তাই তাঁদের পিৎজা খাওয়া নিয়ে এই প্রশ্ন তোলা অনুচিত। প্রবল ঠান্ডায় আন্দোলন করছেন কৃষকরা, তাঁরা যদি নিজেদের দাবি আদায়ে, নিজেদের শরীরের যত্ন নেন, তাতে দোষের কী আছে, সেই প্রশ্নও তুলেছেন নেটিজেনদের কেউ কেউ।