অনলাইন ডেস্ক, ১৪ ডিসেম্বর।। অ্যাডিলেডে প্রথম টেস্ট খেলেই দেশে ফিরবেন বিরাট কোহলি। ভারতীয় দলের নেতৃত্ব দেবেন অজিঙ্ক রাহানে। অনেকেই মনে করছেন, অধিনায়ক কোহলির মাঠে আগ্রাসী মেজাজের অবাব অনুভব করবে দল। তাঁদের সঙ্গে সহমত হচ্ছেন না সুনীল গাভাসকার। তিনি বরং মনে করেন, বিরাটের না থাকা রাহানের উপরে কোনও নেতিবাচক প্রভাবই ফেলবে না।একটি বেসরকারি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সানি বলেছেন, “এর আগেও তো রাহানে দলকে নেতৃত্ব দিয়েছে। তাই আমি মনে করি না, ওকে খুব চাপের মুখে পড়তে হবে।
ধরমশালায় রাহানে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিল এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই। ভারত জিতেছিল। ও আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে ভারতীয় দলের অধিনায়ক ছিল। সেই টেস্টেও ভারত জিতেছিল। তা হলে এই কথা কেন উঠছে, সেটা আমি বুঝতে পারছি না।” গাভাসকার জানিয়েছেন, বিশেষ পরিস্থিতির কারণে রাহানেকে এই দায়িত্ব নিতে হচ্ছে। তাই তিনি খুব ভালই জানেন, সমস্ত বিষয়কে কী ভাবে সামাল দিতে হয়। গাভাসকারের পরামর্শ, “আমি মনে করি রাহানের উচিত নেতৃত্ব নিয়ে না ভেবে নিজের ব্যাটিং নিয়ে চিন্তা করা। কোহলি থাকবে না, তাই ভারতীয় দলকে বড় রান তুলতে হলে রাহানে এবং চেতেশ্বর পুজারাকে অনেক বেশি সচেতন হয়ে খেলতে হবে।
রাহানের প্রথম পরিচায়, ও একজন ব্যাটসম্যান। দল ওর থেকে বড় রান চায়। সেটা পুজারার ক্ষেত্রেও প্রযোজ্য। অধিনায়কত্ব তার একটা সামান্য অংশ। মূল বিষয় থেকে সরে গিয়ে নেতৃত্বের চাপ নিয়ে চিন্তা করলে রাহানে নিজেই সমস্যায় পড়ে যাবে। সেটা গোটা দলের পক্ষেই খারাপ হবে।” এ দিকে, প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন মনে করেন, আসন্ন টেস্ট সিরিজে ভারত ০-৪ হারতে পারে। তাঁর যুক্তি, সিরিজের প্রথম টেস্ট গোলাপি বলে হওয়ায় ভারতীয় দল খুব একটা স্বস্তিতে থাকবে না। দ্বিতীয়ত, দলের সকলের মধ্যেই এই ভাবনা কাজ করবে, কোহলি না থাকলে এই চাপের সিরিজে কী ভাবে পাল্টা ঘুরে দাঁড়ানো সম্ভব হবে। সব মিলিয়ে তাই ভারতীয় দল লক্ষ্যভ্রষ্ট হয়ে যেতে পারে। সেটাকে কাজে লাগিয়েই অস্ট্রেলিয়া ভয়ঙ্কর হয়ে ওঠার চেষ্টা করবে এই টেস্ট সিরিজে।