অনলাইন ডেস্ক, ১৪ ডিসেম্বর।। কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের প্রতিবাদে সোমবার অনশন কর্মসূচি পালন করছেন দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকরা। এদিন সকাল ৮টা থেকে শুরু হয় এই অনশন কর্মসূচি। বিকেল ৫টা পর্যন্ত এই অনশন প্রতিবাদ চালাবেন কৃষকরা।
আন্দোলনকারীদের ডাকে দেশের নানা প্রান্তের কৃষকরাও এদিন অরন্ধন পালন করছেন। পূর্ব ঘোষণা মতো এদিন কৃষকদের সমর্থনে অনশনে বসেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
অন্যদিকে, কৃষক আন্দোলন নিয়ে এদিন ফের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমারের সঙ্গে নিজের বাসভবনে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই কৃষকদের কয়েকটি গোষ্ঠী কেন্দ্রকে জানিয়েছে, আইনে সংশোধনী আনার যে কথা কেন্দ্র বলছে তা কার্যকর হলে তাঁরা কৃষি আইনকে সমর্থন জানাবেন।
কিন্তু আন্দোলনকারীদের সিংহভাগই এখনও আইন প্রত্যাহারের দাবিতে অনড়। কেন্দ্রের সঙ্গে কৃষকদের ছ’দফা বৈঠক ইতিমধ্যেই ব্যর্থ হয়েছে।
এদিন দিল্লির সিঙ্ঘু সীমান্তে অনশনে বসেছেন কেন্দ্রের সঙ্গে আলোচনায় যোগ দেওয়া কৃষক সংগঠনগুলির তিন নেতাও। এছাড়াও এদিন দেশের প্রতিটি জেলা সদরে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। এদিন ফের কৃষকদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
এসবের মাঝেই কৃষক আন্দোলন নিয়ে বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রীদের কটাক্ষ অব্যাহত। কৃষক আন্দোলনের পুরভাগে রয়েছে টুকরে টুকরে গ্যাং, সোমবার এই মন্তব্য করেছেন বিজেপির সাধারণ সম্পাদক অরুণ সিং। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেছেন, আন্দোলনে কৃষকরা নয়, বিরোধীরা যোগ দিয়েছেন।