অনলাইন ডেস্ক, ১৪ ডিসেম্বর।। ন’বছরের নাবালিকাকে ধর্ষণের পর শ্বাসরোধে খুন করার অপরাধে আটজনের ফাঁসির সাজা শোনালো চট্টগ্রাম আদালত। সোমবার দুপুরে চট্টগ্রামের ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারক জামিল হায়দার দু’বছর আগে চট্টগ্রামের ৯ বছরের এক নাবালিকাকে ধর্ষণের পর শ্বাসরোধে খুনের ঘটনায় মইনুল ইসলাম, মহম্মদ বেলাল হোসেন, রবিউল ইসলাম, হাসিবুল ইসলাম হাসিব, আকমান মিঞাঁ, মহম্মদ সুজন, মহম্মদ মেহরাজ টুটুল, শাহদাত হোসেন সৈকতকে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দেয়।
যদিও শাহদাত হোসেন সৈকত ঘটনার পর থেকেই পলাতক।সূত্রের খবর, ২০১৮ সালের ২১ জানুয়ারি চট্টগ্রাম শহরের আকবর শাহ এলাকা থেকে ৯ বছরের এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নাবালিকার মা আকবর শাহ থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে একটি মামলা করেন। তারপর থেকে দু’বছর ধরে শুনানি চলার পর আদালত আজ ফাঁসির রায় দিল।