অনলাইন ডেস্ক, ১৪ ডিসেম্বর।। আইআইটি মাদ্রাজের হোস্টেলে ব্যাপক হারে করোনা ছড়িয়ে পড়েছে বলে অনুমান করা হচ্ছে। ডিসেম্বর মাসে আইআইটি মাদ্রাজের হস্টেলে থাকা ৬৬ জন ছাত্রের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আরও ৭০০ জন ছাত্রের করোনা পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে। ঘটনার জেরে আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষ ইতিমধ্যেই তাদের বিভিন্ন সেন্টার, ল্যাবরেটরি, লাইব্রেরি বন্ধ করে দিয়েছে। সমস্ত ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। আইআইটি কর্তৃপক্ষ জানিয়েছে, হোস্টেলে যত জন ছাত্র-ছাত্রী থাকার কথা এখন তার ১০ শতাংশ রয়েছে।
তাদের মধ্যে কয়েকজন করোনা পজিটিভ হয়েছিলেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হস্টেলে যারা আছেন তাদের সকলেরই করোনা পরীক্ষা করা হবে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইতিমধ্যেই হস্টেলের ক্যান্টিন বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে ছাত্রছাত্রীদের প্যাকেটে করে খাবার দেওয়া হচ্ছে। তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রক এদিন বলেছে, তাদের আশঙ্কা ছিল বিধি-নিষেধ শিথিল হওয়ার পর অনেকেই করোনা আক্রান্ত হবেন। বাস্তবে ঠিক সেটাই হয়েছে। তবে আক্রান্ত হলেও ভয়ের কিছু নেই। এই মুহূর্তে সময় মত চিকিৎসা করলে বেশিরভাগ মানুষই দ্রুত করোনা থেকে সুস্থ হয়ে উঠছেন।
সে কারণে ছাত্র-ছাত্রী-সহ সকলকেই করোনাজনিত সব ধরনের বিধিনিষেধ মেনে চলতে অনুরোধ করা হচ্ছে। এরই মধ্যে আশার কথা, শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেশ কিছুটা কমেছে। পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। আক্রান্তের থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা অনেক বেশি। ফলে স্বাভাবিকভাবেই কমেছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা।