অনলাইন ডেস্ক, ১৪ ডিসেম্বর।। বল বিকৃতি কেলেঙ্কারির পালা শেষ করে দলে ফিরেছেন ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ। সঙ্গে রয়েছেন মার্নাস লাবুসেনের মতো দুরন্ত ব্যাটসম্যান। আসন্ন টেস্ট সিরিজে এই তিনমূর্তি ভারতীয় দলের কাছে সাক্ষাৎ আতঙ্কের কারণ হয়ে দাঁড়াতে পারে। এমনই মনে করেন শচীন তেন্ডুলকর। একটি সাক্ষাৎকারে শচীন বলেছেন, “গতবার ওরা এই তিনজনকে পায়নি। এবার ওরা ফিরেছে। সেটা ভারতীয় দলের পক্ষে খুব সুখকর হবে বলে আমি মনে করি না। বরং ওদের ব্যাটিং অনেক বেশি শক্তিশালী হয়েছে বলেই আমি মনে করি। তাই প্রথম টেস্ট থেকে ভারতীয় বোলিংকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। ওদের খুব বেশি সময় উইকেটে থাকতে দেওয়া যাবে না।”
তিনি আরও বলেন, “ঘরের মাঠে এবার অস্ট্রেলিয়া দুই বছর আগে টেস্ট সিরিজ হারের জবাব দিতে চাইবে। আমি মনে করি, এই তিন জনের জন্য বিশেষ পরিকল্পনা করে রাখতে হবে ভারতীয় বোলারদের।” অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ভারতীয় পেসাররা রীতিমতো গতির ঝড় তুলেছেন। শচীন মনে করেন, এই বোলিং টেস্ট সিরিজেও ধরে রাখতে হবে। তিনি বলেছেন, “এটা ঠিকই যে, অস্ট্রেলিয়ার চেয়ে ভারতীয় দল গোলাপি বলে খুব কম ম্যাচ খেলেছে। গত বছর একটি গোলাপি বলের টেস্ট হয়েছিল বাংলাদেশের সঙ্গে। সেই ম্যাচও দুদিনের বেশি গড়ায়নি। ফলে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে খেলতে নামলে বোকামিই হবে। দিনরাতের ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল গোধূলি।
ওই সময় বল একটু বেশি সুইং করে। আমার মনে হয়, সেটা মাথায় রেখে মহম্মদ শামি, যশপ্রীত বুমরাকে তৈরি থাকতে হবে। এই ভারতীয় বোলিংয়ের প্রতি বাকিদের মতো আমারও আস্থা রয়েছে। শুধু দিনরাতের টেস্টে ওদের একটু সচেতন থাকতে হবে। প্রস্তুতি ম্যাচে ভারতীয় বোলারদের পারফরম্যান্স খুবই ইতিবাচক। তাই অস্ট্রেলিয়াও খুব একটা স্বস্তিতে থাকতে পারবে বলে আমি মনে করি না।” শচীন আরও জানিয়েছেন, প্রথম টেস্টেই বিরাট কোহলিকে ব্যাট হাতে বড় ভূমিকা নিতে হবে। তিনি বলেছেন, “ওকে দিনরাতের টেস্টে ভাল রান করতে হবে। সেটা হলেই কিন্তু দলের মানসিকতা আরও দৃপ্ত হয়ে যাবে। মনে রাখতে হবে, শেষ তিন টেস্টে কোহলিকে ছাড়াই খেলতে হবে। তার আগে ও যদি বড় রান করতে পারে, সেটা দলের পক্ষে খুব কার্যকরী হয়ে উঠবে।”