স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১৪ ডিসেম্বর।। গোমতী জেলার উদয়পুর শহরের সেন্ট্রাল রোডের একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।চোরের দল সেন্ট্রাল রোডের একটি দোকানে ঢুকে বিভিন্ন জিনিসপত্র হাতিয়ে নিয়ে যায়।দোকানে এসে দোকানের মালিক ঘটনা প্রত্যক্ষ করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করে। তবে চলে যাওয়া জিনিসপত্র উদ্ধার কিংবা চোরদের আটক করার কোনো সংবাদ নেই।
উল্লেখ্য উদয়পুর শহরে গত বেশ কিছুদিন ধরেই পরপর চুরির ঘটনা ঘটে চলেছে।এসব চুরির ঘটনায় ব্যবসায়ীসহ স্থানীয় জনমনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।শহর ও শহরতলীর এলাকায় পুলিশি টহল বাড়ানো জন্য জোরালো দাবি উঠেছে।পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগকে কাজে লাগিয়েই চোরের দল পরপর এসব চুরির ঘটনা সংঘটিত করেছে বলে অভিযোগ। পুলিশ সক্রিয় হলে চুরির ঘটনা ঘটতে পারত না বলে স্থানীয় জনগণের অভিমত।