স্টাফ রিপোর্টার, কল্যাণপুর, ১৪ ডিসেম্বর।। কল্যাণপুর সৎসঙ্গ আশ্রম সংলগ্ন এলাকায় ফাঁসিতে আত্মহত্যা করেছে এক যুবক। আত্মঘাতী যুবকের নাম বিশ্বজিৎ পাল। সোমবার সকালে পরিবারের লোকজন ওরা বাড়িতেই ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পান। মৃতদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজনরা চিৎকর শুরু করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পাঠানো হয় কল্যাণপুর থানার পুলিশকে।
পুলিশ এসে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কল্যাণপুর হাসপাতাল মর্গে নিয়ে যায়। ময়নাতদন্তের পর মৃত দেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।ফাঁসিতে যুবকের আত্মহত্যার ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে যুবক ফাঁসিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।