স্টাফ রিপোর্টার, কুমারঘাট, ১৪ ডিসেম্বর।। কুমারঘাট এর পুরো পরিষদের ১০ নং ওয়ার্ডের এক মহিলার তিন লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে এক নাবালিকা। সংবাদ সূত্রে জানা গেছে এক মহিলা তার বাড়িতে নাবালিকাকে রেখে অন্যত্র গিয়েছিলেন। তিনি নাবালিকাকে বাড়িতে রেখে চলে যাওয়ার পর ওই নাবালিকা টাকা গুলি নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। বিষয়টি মহিলার তরফ থেকে কুমারঘাট থানার পুলিশকে জানানো হয়।
পরবর্তী সময়ে ওই নাবালিকা পুনরায় মহিলার বাড়িতে ফিরে আসে।নাবালিকাকে অবশ্য টাকা চুরি করে নিয়ে যাওয়ার কথা অস্বীকার করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় তথ্য প্রমাণ মেলেনি।এ বিষয়ে কোনো তথ্য মিলে কিনা তা খতিয়ে দেখার জন্য নাবালিকাকে আটক করেছে কুমারঘাট থানার পুলিশ। মহিলা ৩লক্ষ টাকা গায়েব হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।