জন্মদিনে উৎসব পালন না করে কৃষকদের পাশে থাকার বার্তা যুবরাজের

অনলাইন ডেস্ক, ১২ ডিসেম্বর।। শনিবার তিনি পা রাখলেন ৩৯ বছরে। কিন্তু জন্মদিনের সমস্ত ধরনের উৎসব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। জানিয়ে দিলেন, এই শুভ দিনে তিনি পাশে থাকতে চান দিল্লিতে কৃষি আইনের বিরোধিতা করে আন্দোলনরত কৃষকদের পাশে। জানালেন, ঠান্ডা মাথায় আলোচনা করলে এই সমস্যার সমাধান নিশ্চয়ই পাওয়া যাবে। নিজের টুইটার হ্যান্ডলে একটি বড় চিঠি লিখেছেন যুবরাজ। তিনি লিখেছেন, “জন্মদিন এমনই একটা দিন যে দিন নিজের যে কোনও চাহিদা অথবা ইচ্ছাপূরণ করার দারুণ সুযোগ থাকে।

কিন্তু এবার আমি তা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছি। মনেপ্রাণে চাই আন্দোলনরত কৃষকদের সঙ্গে আলোচনায় বসে মীমাংসাসূত্র বের করুক কেন্দ্রীয় সরকার। আমাদের দেশের রক্তে মিশে রয়েছে কৃষকদের পরিশ্রম। ওঁরাই এই দেশের মূল চালিকাশক্তি। এবং আমি মনেপ্রাণে বিশ্বাস করি, ঠান্ডা মাথায় আলোচনা করলে যে কোনও সমস্যার সমাধানে অনায়াসে পৌঁছনো সম্ভব।” সম্প্রতি তাঁর বাবা, প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিং কৃষকদের আন্দোলন নিয়ে বেশ কিছি আপত্তিকর মন্তব্য করেছিলেন। তা নিয়েও সেই বার্তায় ক্ষমা চেয়ে নিয়েছেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা প্রাক্তন অলরাউন্ডার। তিনি লিখেছেন, “একজন গর্বিত ভারতীয় হিসেবে আমি অত্যন্ত দুঃখিত যোগরাজ সিংয়ের মন্তব্য নিয়ে।

তবে এটা স্পষ্ট করে জানিয়ে দেওয়া ভাল, উনি যা বলেছেন সেটা সম্পূর্ণ ওর নিজের অভিমত। তাঁর সঙ্গে আমার দর্শনের কোনও মিল নেই।”পাশাপাশি করোনা অতিমারি থেকে সকলকে সতর্ক থাকার বার্তাও দিয়েছেন যুবরাজ। তিনি লিখেছেন, “কোভিড-১৯ সম্পর্কে সচেতন থাকা আগের মতোই প্রয়োজনীয়। মনে রাখা দরকার, এই অতিমারি কিন্তু থেমে যায়নি। ফলে এই ভাইরাসের হাত থেকে নিজেকে এবং পরিবারকে রক্ষা করতে হলে আগের মতোই সতর্কতা এবং সচেতনতা বজায় রেখে চলতে হবে।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?