অনলাইন ডেস্ক, ১৩ ডিসেম্বর।।সামনেই তামিলনাড়ু বিধানসভার নির্বাচন। সেই লক্ষ্যেই কয়েক দিনের মধ্যেই দু’বছর আগে প্রতিষ্ঠিত নিজের রাজনৈতিক দল মাক্কাম নিধি মাইয়ামের প্রচার কর্মসূচি ঘোষণা করার কথা সুপারস্টার কামাল হাসানের।
কিন্তু তার আগেই দক্ষিণী এই সুপারস্টার বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। রবিবার এক টুইট করেন কামাল হাসান।
সেখানে তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন করেন, ‘অর্ধেক ভারত যখন অভুক্ত, দেশের আর্থিক অবস্থা যখন খারাপ, বেকারত্ব বাড়ছে, তখন এতবড় একটা ভবন তৈরির প্রয়োজন কী?’তামিলনাড়ুর আসন্ন বিধানসভা ভোট প্রসঙ্গেও মুখ খুলেছেন তিনি।
বলেছেন, ‘তামিলনাড়ুর এখনও অনেক উন্নতি হওয়া বাকি। আমরা সেটা করব। আমরা সরকারের কাজের সঙ্গে সঙ্গতি রেখেই আমাদের প্রচার শুরু করছি।’