স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১৩ ডিসেম্বর ৷৷ গোমতী জেলার উদয়পুরের কিল্লায় গাঁজা চাষ বিরোধী অভিযান চালিয়ে ব্যাপক সাফল্য পেয়েছে পুলিশ৷ সংবাদ সূত্রে জানা গেছে, কিল্লা এলাকায় ব্যাপক হারে গাঁজা চাষ হচ্ছে বলে পুলিশের কাছে খবর আসে৷
সেই খবরের ভিত্তিতে পুলিশ কিল্লা এলাকায় অভিযান চালায়৷ অভিযান চালাতে গিয়ে পুলিশ দেখতে পায় কিল্লা এলাকায় ব্যাপক হারে গাঁজা চাষ হচ্ছে৷ পুলিশ অভিযান চালিয়ে প্রচুর পরিমান গাঁজা গাছ কেটে ধবংস করে দিয়েছে৷ অভিযানে অংশগ্রহণকারী পুলিশ অফিসার জানিয়েছে এই ধরনের গাঁজা চাষ বিরোধী অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে৷
তিনি আরও বলেন, সরকার ও প্রশাসন গাঁজা চাষ নিষিদ্ধ করা সত্বেও একাংশের অতি মুনাফা লোভী মানুষজন গাঁজা চাষ করে চলেছে৷ সেই কারণেই পুলিশ গাঁজা চাষ বন্ধ করতে এই ধরনের অভিযানে সামিল হয়েছে৷