স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ১২ ডিসেম্বর৷৷ স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মদ্যপ স্বামীকে৷ ঘটনাটি ঘটেছে শনিবার দক্ষিণ জেলার ঋষ্যমুখের সোনছড়ির কিল্লামুড়া এলাকায়৷ নিহত স্ত্রীর নাম সন্ধ্যারাণী মুড়াসিং৷ স্বামী সুমিত্র রিয়াং৷ ঘটনার বিবরণে জানা যায়, স্বামী সুমিত্র রিয়াং এদিন স্ত্রীর সাথে কোন একটি বিষয় নিয়ে ঝগড়া করে৷
এই ঝগড়ার চেচামেচি আশেপাশের বাড়ির লোকজনও শুনতে পায়৷ হঠাৎই বাড়িতে নীরবতা চলে আসে৷ তাতে সন্দেহ হয় আশেপাশের লোকজনের৷ কয়েকজন বাড়িতে গিয়ে দেখতে পান ঘরের দরজা বন্ধ৷ জানালা দিয়ে উঁকি দিয়ে দেখা যায়য় স্ত্রী সন্ধ্যরাণীর রক্তাক্ত মৃতদেহের উপর বসে রয়েছে স্বামী সুমিত্র৷ শুধু তাই নয় ঘরের ভেতরে রক্তের ছাপ৷
সাথেসাথেই প্রতিবেশীরা ছুটে আসে এবং খবর দেওয়া হয় থানায়৷ থানার ওসি, এসেডিপিও এবং ডিসিএম ঘটনাস্থলে যায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে৷ এদিকে, প্রতিবেশীরা ঘাতক স্বামী সুমিত্র রিয়াংকে ধরে পুলিশের হাতে তুলে দেয়৷
এখানে উল্লেখ করা যায় স্ত্রী সন্ধ্যারানী মুড়াসিংয়ের রক্ত দিয়ে স্বামী বাড়ির উঠানে কাস্তে হাতুড়ি চিহ্ণ আঁকে৷ একটি রাজনৈতিক দলের প্রতিক চিহ্ণ আঁকার পিছনে কিসের ইঙ্গিত তা অবশ্য এলাকাবাসী থেকে শুরু করে পুলিশ কিছুই বলতে পারছেন না৷ তবে, এলাকার লোকজন জানিয়েছেন, সুমিত্র প্রায়ই মদ্যপ অবস্থায় স্ত্রীর সাথে বিবাদে লিপ্ত হয়৷
এমনকি প্রায় প্রতিরাতেই এই বাড়িতে মদের আসর বসে৷ তবে, কিসের জন্য এই খুনের ঘটনা তা অবশ্য পরিস্কার হয়নি৷ পুলিশ জানিয়েছে একটি খুনের মামলা নেয়া হয়েছে৷ তদন্তে বেরিয়ে আসবে খুনের প্রকৃত কারণ৷