স্টাফ রিপোর্টার, মোহনপুর, ১৩ ডিসেম্বর।।
মোহনপুরের কাঠালতলীতে বাইকের ধাক্কায় এক নাবালিকা গুরুতরভাবে আহত হয়েছে। আহত নাবালিকাকে উদ্ধার করে মোহনপুর প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংবাদ সূত্রে জানা গেছে একটি বাইকে এসে নিয়ন্ত্রণ হারিয়ে কাঠালতলীতে এক নাবালিকাকে ধাক্কা দেয়। বাইকের ধাক্কায় ছিটকে পড়ে না বালিকাটি গুরুতরভাবে আহত হয়। স্থানীয়রা আহত নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এদিকে দুর্ঘটনার পরপরই বাইক চালক বাইক ফেলে পালিয়ে গেছে।
সেথায় থানার পুলিশ বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।এ ব্যাপারে সিদ্ধান্ত নয় একটি সুনির্দিষ্ট মামলা উল্লেখিত হয়েছে।বাইক চালকদের অসাবধানতা এবং দ্রুতগামী তার ফলেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।