স্টাফ রিপোর্টার, কুমারঘাট, ১৩ ডিসেম্বর।।মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ ডেমডুম এ ডি সি ভিলেজের রামগোপাল পাড়ায় নিহত ফায়ারম্যান বিশ্বজিৎ দেববর্মার বাড়িতে যান৷ সেখানে মুখ্যমন্ত্রী নিহতের ’, মাতা, পিতা ও শিশু কন্যা সহ পরিবার পরিজনদের সাথে কথা বলেন ও সমবেদনা জানান৷
এই সফরে মুখ্যমন্ত্রী সাথে ছিলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, সাংসদ রেবতী ত্রিপুরা, ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দ দাস, বিধায়ক সুুধাংশু দাস ও বিধায়ক ভগবান দাস৷ উপস্থিত সবাই নিহত বিশ্বজিৎ দেববর্মা প্রতিক’তিতে পুপার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিহত বিশ্বজিৎ দেববর্মা ’র হাতে আগি নির্বাপক দপ্তরে চাকুরীর নিয়োগ পত্র তুলে দেন৷
পাশাপাশি নিহত বিশ্বজিৎ দেববর্মার ’র হাতে আড়াই লক্ষ টাকার চেক এবং মায়ের হাতেও আড়াই লক্ষ টাকার চেক তুলে দেন৷
সেখানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, বিশ্বজিৎ দেববর্মা অত্যন্ত গরীব পরিবারের সন্তান ছিলেন৷ বিশ্বজিৎ দেববর্মা এক নির্মম ঘটনায় প্রাণ হারান৷
মুখ্যমন্ত্রী বলেন, নিহত বিশ্বজিৎ দেববর্মার ছোট শিশুকন্যার ভবিষ্যৎ যাতে উজ্জল হয় এবং শিশুকন্যাটি যাতে তার পিতার আশা ও আকাঙ্খা পূরণ করতে পারে সেজন্য সরকার সর্বদা সহযোগিতার হাত সম্পসারণ করবে৷