স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ ডিসেম্বর।। রবিবার সাত সকালে রাজধানী আগরতলা শহরের মাষ্টার পাড়ায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। পথচারীরা মৃতদেহটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখে আগরতলা পশ্চিম থানার পুলিশকে খবর দেন।
খবর পেয়ে আগরতলা পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখান থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এখনো পর্যন্ত মৃতদেহটি শনাক্ত করা যায়নি। মাস্টার পাড়া এলাকার বাসিন্দারা জানিয়েছেন ওই ব্যক্তি বহুদিন ধরেই মাস্টার পাড়া এলাকায় অবস্থান করছিলেন। রাস্তার পাশেই ওই ব্যক্তি রাত কাটাতো। তবে কেউ তার নামটা জানেন না ।
রবিবার সাত সকালে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের সংবাদে মাস্টারপাড়া সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মৃতদেহটিকে শনক্ত করার জন্য হাসপাতাল মর্গে রেখেছে।