অনলাইন ডেস্ক, ১৩ ডিসেম্বর।। চুলের পাক ধরেছে৷ দাড়িরও রং-ও বদলেছে৷ শরীর আর মুখেও স্পষ্ট বয়সের ছাপ৷ তবে ভাঙেনি গলা৷ অল্প বয়সের সেই মাধুর্য যেন এখনও ভেসে আসে লাকি আলির গানে৷ তাই তো তিনি এখনও যখন গিটার বাজিয়ে গান ধরেন, মুগ্ধ হয়ে শোনে জনতা৷
ভিড় জমে লাকি আলির গান শুনতে এবং অবশ্যই সকলে তাঁর সঙ্গে গলা মেলাতে শুরু করেন৷ এমনই হল গোয়ায়৷ গোয়ার আরামবোল বিচে উপস্থিত ছিলেন লাকি আলি৷ তার সঙ্গী ছিলেন নাফিসা আলি৷ নাফিসা গোয়ার বাসিন্দা৷ এবং লাকি থাকেন বেঙ্গালুরুর এক গ্রামে৷ সেখানেই আপাতত শান্তিতে জীবন কাটাচ্ছেন তিনি৷
এমনই দাবি লাকির৷ শহুরে ভিড় এড়িয়ে তিনি থাকেন একা৷ সেখানেই চলে তাঁর গানের চর্চা৷ সঙ্গে চাষবাস করেন লাকি৷ এভাবে জীবন কাটছে তাঁর৷ মাঝে শোনা গিয়েছিল যে ক্যান্সারে ভুগছেন তিনি৷ তবে সেকথা উড়িয়ে দিয়ে তিনি জানিয়ে দেন যে, তিনি সুস্থ আছেন৷