ঝোড়ো সেঞ্চুরিতে দিনরাতের টেস্টের আগে কোহলিকে স্বস্তি দিলেন ঋষভ

অনলাইন ডেস্ক, ১২ ডিসেম্বর।। আগামী বৃহস্পতিবার অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু। যার গোড়াতেই রয়েছে গোলাপি বলে দিনরাতের টেস্ট। সেই দ্বৈরথএর আগে ভারতীয় শিবিরকে স্বস্তিতে রাখলেন ঋষভ পন্থ। শনিবার অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে তিনি উপহার দিলেন ৭৩ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস। যার সুবাদে প্রথম টেস্টের দলে ঋদ্ধিমান সাহাকে পিছনে ফেলে প্রথম এগারোয় ঢুকে পড়ার দাবিও জোরালো করে ফেললেন দিল্লির রুরকির এই আগ্রাসী ব্যাটসম্যান। ঋষভের ইনিংসে ছিল ৯টি চার এবং ৬টি ছয়। স্ট্রাইক রেট ১৪১.১০।

তাঁর সঙ্গে সেঞ্চুরি পেলেন গত অস্ট্রেলিয়া সফরে লড়াকু ইনিংস উপহার দেওয়া হনুমা বিহারীও। তিনি ১৯৪ বলে ১০৪ রান করে অপরাজিত রয়েছেন। মূলত তাঁদের সুবাদেই দ্বিতীয় ইনিংসে ভারতের রান দাঁড়িয়েছে ৪ উইকেটে ৩৮৬ রান। এ ছাড়াও প্রথম টেস্টের দলে ঢোকার দাবি জোরদার করে রাখলেন কলকাতা নাইট রাইডার্সের শুভমন গিল। তিনি ৭৮ বলে ৬৫ রান করেন। রোহিত শর্মার অনুপস্থিতিতে মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে শুভমনও ওপেন করতে পারেন বলে অনেকে মনে করছেন। মায়াঙ্কও ৬১ রান করেছেন। এ দিকে, শনিবারই আনুষ্ঠানিক ভাবে রোহিত শর্মাকে ফিট ঘোষণা করল ভারতীয় বোর্ড। তাঁকে দ্রুত অস্ট্রেলিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

করোনা অতিমারির কারণে যে নিয়ম অস্ট্রেলিয়া সরকার করেছে, তাতে সেখানে পৌঁছনোর পরে রোহিতকে ১৪ দিন থাকতে হবে কোয়ারেন্টাইনে। তার পরে আবার হবে করোনার পরীক্ষা। তার চেয়েও বড় ব্যাপার, ভারতীয় দল এখন যে বিশেষ জৈব সুরক্ষিত বলয়ের মধ্যে রয়েছে, রোহিত সেখানে থাকতে পারবেন না। কোয়রেন্টাইন পর্ব শেষ হলে ভারতীয় দলের ফিজিও এবং চিকিৎসক আবার রোহিতের ফিটনেস খতিয়ে দেখবেন। তার পরেই বোঝা যাবে, তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুই টেস্টে খেলতে পারবেন কি না।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?