অনলাইন ডেস্ক, ১৩ ডিসেম্বর।। করোনায় আক্রান্ত হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। নিজেই ইনস্টাগ্রামে জানালেন সে কথা। তিনি লিখেছেন, ‘আমি কোভিড-১৯ আক্রান্ত। এখন আইসোলেশনে আছি এবং বিগত কয়েক দিনে আমার সংস্পর্শে যারা এসেছিলেন, তাদেরও জানিয়েছি’। তিনি আরও বলেন, ‘দয়া করে সকলে মাস্ক ব্যবহার করুন এবং অন্যান্য নিয়ম মেনে চলুন, নিজেদের এবং বাকিদের জন্য’। তার দ্রুত আরোগ্যের জন্য ভক্তদের প্রার্থনা করতে বলেছেন মাহিরা। তার সঙ্গেই কোয়ারান্টিনে সময় কাটানোর জন্য ভাল ছবির হদিশও জানতে চেয়েছেন অভিনেত্রী।
২০১৭ সালে রাহুল ঢোলাকিয়া পরিচালিত ‘রইস’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছিলেন মাহিরা। সেটিই ছিল বলিউডে তার প্রথম ছবি। এর পর অবশ্য আর বলিউডে কাজ করেননি মাহিরা। এক সময় রণবীর কাপুরের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল বলিউডে। নিউ ইয়র্কে তাদের ব্যক্তিগত মুহূর্তের একটি ছবি ভাইরাল হওয়ার পরেই বিতর্ক সৃষ্টি হয় দুই দেশের প্রথম সারির দুই তারকাকে নিয়ে। সেই ছবিতে মাহিরাকে রণবীরের সামনে সিগারেট খেতে দেখা যায়। তার পোশাকের ধরন এবং প্রকাশ্যে ধূমপান করা নিয়ে রোষের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে।