অনলাইন ডেস্ক, ১৩ ডিসেম্বর।। করোনা রিপোর্ট নেগেটিভ ছাড়া কোনও এয়ারলাইন্স যাত্রী পরিবহণ করতে পারবে না। একাধিক এয়ারলাইন্স এই নিষেধাজ্ঞা জারি করলেও বেশকিছু বিমানবন্দর এই নিষেধাজ্ঞা মানছে না বলেই অভিযোগ। জানা গিয়েছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিভিন্ন দেশের প্রায় চার হাজারের বেশি যাত্রী যাতায়াত করেন।
অভিযোগ, এখানে করোনা পরীক্ষা না-করে যাতায়াত করার অনুমতি দিচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ। অনেক করোনা পজিটিভ রোগীর এই এয়ারলাইন্সগুলো দিয়ে যাতায়াত করছেন। জানা গিয়েছে গত এক সপ্তাহে ১৭ জন করোনা পজিটিভ রোগীর বিমানবন্দরের আসেন। পজিটিভ রোগীদের অধিকাংশই সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে এসেছেন।
এছাড়া রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-সহ একাধিক এয়ারলাইন্সে করোনা পজিটিভ রোগী পরিবহণ করা হয়। গত এক সপ্তাহে বিমানবন্দরে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেট যাত্রী পরিবহণ করার অভিযোগে করোনা রিপোর্ট ছাড়া মালদিভিয়ান এয়ারলাইন্সকে ২ লাখ ৩৬ হাজার টাকা ও বাংলাদেশ এয়ারলাইন্সকে ৩০,০০০ টাকা জরিমানা করেন।
শাহজালাল বিমানবন্দরের কর্মরত আধিকারিকের কথায়, করোনা রিপোর্ট ছাড়া পরিবহণ করা যাবে না, এমন নিষেধাজ্ঞা থাকলেও এগুলো কী করে করোনা নেগেটিভ সার্টিফিকেট ছাড়াই যাত্রীদের নিয়ে আসছে করোনা পজিটিভ রোগী ফ্লাইটে আসার কারণে সুস্থ রোগীদেরও ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যাচ্ছে।