অনলাইন ডেস্ক, ১৩ ডিসেম্বর।। দু’সপ্তাহের বেশি হল দেশে চলছে কৃষক আন্দোলন। কেন্দ্রের নয়া কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের এই বিক্ষোভ আন্দোলনের রেশ ছড়িয়েছে বিদেশেও। আমেরিকা, কানাডার মতো বেশকিছু দেশে কৃষক আন্দোলনের সমর্থনে পথে নেমেছে বেশকিছু শিখ সংগঠন। বিদেশের মাটিতে এই বিক্ষোভ প্রতিবাদে খালিস্তান পন্থীদের যোগ রয়েছে বলে আগেই দাবি করেছিল কেন্দ্র।এবার গান্ধিমূর্তিতে কালি লেপে দেওয়ার অভিযোগ উঠল কিছু দেশবিরোধী সংগঠনের বিরুদ্ধে।
অভিযোগ, আমেরিকার ওয়াশিংটন ডিসিতে, ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ চলাকালীন গান্ধি মূর্তিতে কালি লেপে দেয় খালিস্তানিরা। খালিস্তানি পতাকাও মিলেছে সেখান থেকে। ঘটনার নিন্দা করেছে ভারতীয় দূতাবাস।