হোয়াটসঅ্যাপ ওয়েবে যেভাবে ভিডিও কল করবেন

অনলাইন ডেস্ক, ১২ ডিসেম্বর।। হোয়াটসঅ্যাপের মোবাইল সংস্করণে সহজেই ভিডিও বা ভয়েস কল করতে পারছেন আপনি। কিন্তু মেসেজিং অ্যাপটির ওয়েব সংস্করণে এখনও তা সম্ভব নয়। তবে হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্করণের জন্য ভিডিও কল ফিচার নিয়ে পরীক্ষা চলছে বলে জি নিউজ এক খবরে জানিয়েছে। পরীক্ষা শেষে শিগগিরই সব ব্যবহারকারীর জন্য এ ফিচার উন্মুক্ত করে দেয়া হবে। মোবাইল সংস্করণটি কেবল আট ইউজারকে ভয়েস কলের অনুমতি দেয়।

ওয়েবে সেই সংখ্যা বেশি থাকবে বলে ধারণা করা হচ্ছে। কীভাবে হোয়াটসঅ্যাপ ওয়েবে ভিডিও কল করবেন? ১. ডিভাইসে WhatsApp Web আপনার অ্যাকাউন্ট খুলুন। ২. বাম দিকের কোনায় থ্রি ডটেট অপশনে ক্লিক করে এরপর ক্রিয়েট রুমে ক্লিক করুন। ৩. এরপর স্ক্রিনে  ‘Continue in Messenger,’ আসবে। সেখানে ক্লিক করতে হবে। ডিভাইস থেকে অবশ্যই ফেসবুক লগ ইন রাখতে হবে। ৪. এরপর ভিডিও কলের লিঙ্ক পাঠিয়ে দিন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?