অনলাইন ডেস্ক, ১৩ ডিসেম্বর।। পুরো চার মাস পরে ছেলে অগস্ত্যের সঙ্গে দেখা হল হার্দিক পাণ্ড্যের। এবং ক্রিকেটীয় মেজাজ দূরে সরিয়ে ভারতীয় অলরাউন্ডার অবতীর্ণ হলেন বাবার ভূমিকায়। ছেলেকে কোলে নিয়ে দুধ খাওয়ানের দায়িত্ব তুলে নিলেন কাঁধে।
সই ছবিও পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়, যা নিমেষের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। ছেলের জন্মের পরেই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলতে হার্দিক উড়ে গিয়েছিলেন সংযুক্ত আরব আমিরশাহিতে। সেখান থেকে সটান অস্ট্রেলিয়ায়।
একদিনের এবং টি-টোয়েন্টি সিরিজ খেলে তিনি শুক্রবার ফেরেন দেশে। এবং ক্রিকেটারের ধরাচুড়ো ছেড়ে রাতারাতি বাবার দায়িত্ব পালন করতে বসে পড়েন। ছেলের সঙ্গে ছবি পোস্ট করে হার্দিক টুইট করেছেন, “জাতীয় দায়িত্ব থেকে বাবার দায়িত্ব।”যদিও হার্দিকের সাম্প্রতিক ফর্ম দেখার পরে কেন তাঁকে টেস্ট দলে রাখা হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বীরেন্দ্র সেহবাগ।
তাঁর যুক্তি, টি-টোয়েন্টি সিরিজে ব্যাটিংয়ের সঙ্গে দারুণ বোলিংও করেছেন হার্দিক। তাই টেস্ট সিরিজে তিনি দলে থাকলে ভারতীয় দল বাড়তি একজন বোলারকে পেয়ে যেত। সেহবাগ বলেছেন, “হার্দিকের মতো আক্রমণাত্মক মেজাজের ক্রিকেটার টেস্ট দলে থাকলে অস্ট্রেলিয়া পাল্টা চাপে পড়ে যেত। হার্দিক এমনিতে কোনও বোলারকেই খুব একটা রেয়াত করে না।
সেটা কোহলিহীন ভারতের পক্ষে অনেক বেশি লাভজনক হত বলে আমি মনে করি। জানি না, নির্বাচকরা কেন ব্যাপারটা নিয়ে ভাবলেন না।” তবে টি-টোয়েন্টি সিরিজে নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট হার্দিক। তিনি বলেছেন, “আমাকে দল যে দায়িত্ব দিয়েছিল, তা পালন করতে পেরে ভাল লাগছে। অনেক দিন পরে ভারতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ায় খেলার অন্য একটা মজা অনুভব করলাম।” তবে মুম্বই ইন্ডিয়ান্স তারকাকে বেশি মোহত করেছে নেট বোলার হিসেবে অস্ট্রেলিয়ায় যাওয়া টি নটরাজন।
যিনি বরুণ চক্রবর্তীর পরিবর্তে ভারতীয় দলে খেলার সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করেছেন। তাঁর সমপর্কে হার্দিকের মূল্যায়ন, “আমি মনে করি, টি-টোয়েন্টি সিরিজের সেরা ক্রিকেটার নটরাজন। অভিষেকে অস্ট্রেলিয়ার মাটিতে ও যেভাবে বোলিং করেছে, তা আমাকে মুগ্ধ করে দিয়েছে। ওর এই নিজের প্রতি বিশ্বাস যে কোনও নতুন ক্রিকেটারের কাছে প্রেরণা হওয়া উচিত।”