অনলাইন ডেস্ক, ১৩ ডিসেম্বর।। বলিউডের চেনা মুখ নেহা শর্মা। সোশ্যাল মিডিয়াতেও তিনিও দারুণ অ্যাকটিভ। মাঝেমধ্যেই নিজের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেলে নিজের দারুণ সব ছবি শেয়ার করেন সুন্দরী অভিনেত্রী। নিজের বোল্ড ফটোশ্যুটের জন্য চর্চায় থাকেন তিনি। তবে সম্প্রতি তিনি নিজের বোল্ড ছবি শেয়ার করেছেন তা দেখে ফ্যানদের চক্ষু চড়কগাছ৷
কালো স্যুইম স্যুটে তাঁর চাটু গরম ছবি হু হু করে ভাইরাল হয়ে গেছে৷ নিজের ইনস্টাগ্রামে হ্যান্ডেলে নেহা শর্মা এই বোল্ড ছবি শেয়ার করেছেন৷ কালো বিকিনিতে নিজের যৌবন মেলে ধরেছেন তিনি৷ সমুদ্রের ধারে তাঁর দাঁড়িয়ে থাকার এই ছবি যেন জলে আগুন লাগিয়ে দিচ্ছে! তবে নেহার এই ছবি সাম্প্রতিক নয়৷ এটা তিনি থ্রো ব্যাক ছবি হিসেবেই হ্যান্ডেলে পোস্ট করেছেন৷
নেহা শর্মা নিজের ক্যাপশনে বলেছেন তাঁর এই দুরন্ত ছবি ক্লিক করেছেন তাঁর অভিনেত্রী বোন ঋতিকা শর্মা৷ নেহা শর্মা -র এই উপচে যাওয়া যৌবনের ছবি সোশ্যাল মিডিয়া ভয়ানক ভাইরাল হয়েছে৷ ইন্টারনেটেই আগুন লাগিয়ে দিয়েছে তাঁর ছবিগুলি৷ ফ্যান হোক বা নেটিজেন সকলেই খোলামেলা নেহায় মন মজিয়েছেন৷