স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ ডিসেম্বর।। দুর্গাবাড়িতে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত ব্যক্তির নাম প্রফুল্ল দেবনাথ। এয়ারপোর্ট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে।মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে প্রফুল্ল দেবনাথ প্রতিরাতেই মদ্যপান করে বাড়িতে আসত।গতকাল রাতে যথারীতি মদ্যপান করে বাড়িতে আসে। তবে রাতে খাওয়া-দাওয়া করে ঘুমোতে গিয়েছিল ওই ব্যক্তি। রবিবার সকালে ঘুম থেকে উঠে পরিবারের লোক সংখ্যা দেখেন তার মৃতদেহ ঘরের ভেতরে দেহটি ফাঁসিতে ঝুলছে। তখন তারা চিৎকার করেন এবং বিষয়টি স্থানীয় লোকজনদের জানান। খবর পাঠানো হয় এয়ারপোর্ট থানার পুলিশকে
।খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে।ফাঁসিতে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই দুর্গাবাড়ি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ এ ব্যাপারে অস্বাভাবিক মৃত্যুর জনিত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।