অনলাইন ডেস্ক, ১৩ ডিসেম্বর।। ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের কাছে আরেকবার হারল চেলসি। গুডিসন পার্কে শনিবার ১-০ গোলে জিতেছে দলটি। একমাত্র গোলটি করেন গিলফি সিগুর্দসন। এই মাঠে লিগে এ নিয়ে টানা তিন ম্যাচে হারল চেলসি। ২২তম মিনিটে সিগুর্দসনের সফল স্পট-কিকে এগিয়ে যায় স্বাগতিকেরা। ডি-বক্সে মঁদি সামনে এগিয়ে ডমিনিক ক্যালভার্ট-লুইনকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
সব প্রতিযোগিতা মিলে ১৭ ম্যাচ পর হারল চেলসি।
লিগে ১২ ম্যাচে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া চেলসি ২২ পয়েন্ট নিয়ে আগের মতো তৃতীয় স্থানেই আছে। ছয় জয় ও দুই ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে সাতে আছে এভারটন। অন্য ম্যাচে ম্যানচেস্টার সিটির সঙ্গে গোলশূন্য ড্র করা ম্যানচেস্টার ইউনাইটেড ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে। ১ পয়েন্ট কম নিয়ে তাদের পরই আছে সিটি। ১১ ম্যাচে সমান ২৪ পয়েন্ট নিয়ে লিভারপুল দুইয়ে ও টটেনহ্যাম হটস্পার শীর্ষে আছে।